ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন খাওয়াজা। পরে ব্যাট হাতে ফিরলেও তার চোখে-মুখে ছিল ব্যথার ছাপ। ম্যাচ শেষে অধিনায়ক অ্যারন ফিঞ্চ শঙ্কা প্রকাশ করেছিলেন যে ছিটকে যেতে পারেন বাঁ হাতি এই ব্যাটসম্যান। সেটাই শেষ পর্যন্ত সত্যি হলো।
আগামী বৃহস্পতিবার বার্মিংহ্যামের এজবাস্টনে দ্বিতীয় সেমি-ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা। রোববার অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার জানান খাওয়াজার জায়গায় আসতে পারেন ম্যাথিউ ওয়েড।
“তার জন্য আমার খারাপ লাগছে যে সে বিশ্বকাপের সেমি-ফাইনাল খেলতে পারবে না।”
“খাওয়াজার জন্য এটা খুব দুঃখজনক। আমরা যেভাবে খেলছিলাম তাতে সে খুবই গুরুত্বপূর্ণ একজন ছিল।”
প্রাথমিক পর্বের ৯ ম্যাচে দুই অর্ধশতকসহ ৩৫.১১ গড়ে ৩১৬ রান করেন খাওয়াজা।
পিঠের সমস্যায় ভোগা অলরাউন্ডার মার্কাস স্টয়নিসেরও ছিটকে পড়ার শঙ্কা আছে। এই দুজনের বিকল্প হিসেবে উইকেটকিপার-ব্যাটসম্যান ওয়েড ও অলরাউন্ডার মিচেল মার্শকে আগেই ডেকে পাঠানো হয়েছে।