ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন মাশরাফি
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Jul 2019 08:57 PM BdST Updated: 07 Jul 2019 09:27 PM BdST
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতে লম্বা সফরের শুরুটা ছিল দারুণ। বিশ্বকাপের শুরুটাও ছিল বেশ ভালো। তবে শেষে আর লক্ষ্যে পৌঁছতে পারেনি বাংলাদেশ। দেশে ফিরে ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টে দলের ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
সেমি-ফাইনালের স্বপ্ন নিয়ে বিশ্বকাপে খেলা বাংলাদেশ টুর্নামেন্ট শেষ করে আট নম্বরে থেকে। তিনটিতে জিতে মাশরাফির দল, হারে পাঁচটিতে, পরিত্যক্ত হয় অন্য ম্যাচটি। রোববার ইংল্যান্ড থেকে দেশে ফিরে বিমানবন্দরে মাশরাফি জানান, প্রত্যাশা পূরণ করতে না পেরে পুরো দলই হতাশ।
“যে প্রত্যাশা নিয়ে গিয়েছিলাম সে জায়গা থেকে অবশ্যই হতাশ। পুরো দলই হতাশ। কিন্তু যদি পুরো বিশ্বকাপ দেখেন, কিছু জায়গায় ভাগ্য যদি আমাদের পক্ষে থাকতো আমরা হয়তো সেমি-ফাইনালে যেতে পারতাম। সব মিলিয়ে আমাদের খেলার ধরন ইতিবাচক ছিল।”
১১ ক্রিকেটার ফিরেছেন রোববার। দলের সঙ্গে আসেননি সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস।
বিশ্বকাপে সাকিব ও মুশফিকুর রহিম ছাড়া আর কেউ সেভাবে ধারাবাহিক ছিলেন না। ব্যর্থতার জন্য বেশিরভাগ ক্রিকেটারের ধারাবাহিকতার অভাবকে দায় দিলেন অধিনায়ক।
“ভারতের বিপক্ষে ম্যাচের আগ পর্যন্ত সেমি-ফাইনালের সম্ভাবনা বেঁচে ছিল। সাকিব এবং মুশফিক ছাড়া কেউই তেমন ধারাবাহিক ছিল না। ভাগ্যও আমাদের পক্ষে ছিল না। সাকিব অসাধারণ ক্রিকেট খেলেছে। মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুশফিক খুবই ভালো করেছে।”
“অধিনায়ক হিসেবে দলকে যখন ধারাবাহিক না করতে পারব তখন সমালোচনা আমাকে শুনতেই হবে এবং পুরো দলের দায়ভার নিতেই হবে। আমি অবশ্যই সেই দায়ভার নিচ্ছি।”
চলতি মাসের শেষের দিকে শ্রীলঙ্কায় একটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা বাংলাদেশের। এই মুহূর্তে সেই সিরিজে খেলা না খেলা নিয়ে ভাবছেন না মাশরাফি। তার ভাবনাজুড়ে আছে তরুণ সতীর্থরা।
“তরুণ ক্রিকেটারদের সবসময় দোষারোপ করা হয়। আজকের তরুণরা যতটা ধারাবাহিক খেলেছে এবং অনেক চাপের মাঝেও যেমন খেলছে, আমরা যখন তরুণ ছিলাম সে সময় আমরা ততটা পারিনি। এক তরফা ওদের দোষ দিয়ে লাভ নেই। ওরা অনেক চেষ্টা করেছে। আশা করি অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে আজকের সাকিব, মুশফিক, তামিমদের মতো এরাও একদিন দলের হাল ধরবে।”
গত ১ মে দেশ ছেড়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। শুরুতে আয়ারল্যান্ডে স্বাগতিক ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ত্রিদেশীয় সিরিজে খেলে তারা। সেই সিরিজেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথমবারের মতো কোনো ফাইনালে জয়ের স্বাদ পায় বাংলাদেশ।
-
আইসিসির বিশ্বকাপ একাদশে সাকিব
-
অস্ট্রেলিয়ান কোচের হাত ধরে ইংল্যান্ডের বিশ্বজয়
-
ওভারথ্রোয়ে ইংল্যান্ডকে ৬ রান দেওয়ার সিদ্ধান্ত ভুল: টাফেল
-
সতীর্থরা আস্থা রাখায় খুশি আর্চার
-
ওয়ানডে ইতিহাসের সেরা ম্যাচ?
-
আফগানিস্তান ‘এ’ দলের কাছে সিরিজ হারল ইমরুলরা
-
স্টোকসের যে ডাইভ ইংল্যান্ডকে নিল ট্রফির কাছে
-
বাউন্ডারি সংখ্যায় ট্রফির নিষ্পত্তি কতটা যৌক্তিক?
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)
- ‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
- তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
- টেক্সাসের স্কুলে হামলাকারীর মা বললেন, ‘ক্ষমা করো’