বেঙ্গালুরু সফরে বিসিবির শক্তিশালী দল

কর্নাটকা স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে চার দিনের ম্যাচের একটি টুর্নামেন্টে খেলতে শক্তিশালী দল পাঠাচ্ছে বাংলাদেশ। বেঙ্গালুরুতে খেলতে যাওয়া বিসিবি একাদশের ১৫ সদস্যের ১১ জনের আছে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2019, 12:10 PM
Updated : 6 July 2019, 12:14 PM

আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা নেই মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলী চৌধুরী, দুই পেসার রবিউল হক ও শহিদুল আলম এবং ওপেনার সাইফ হাসানের। ঘরোয়া ক্রিকেটে ভালো করার পুরস্কার পেয়েছেন তারা।

বিশ্বকাপে কোনো ম্যাচ না খেলা আবু জায়েদ চৌধুরী জায়গা পেয়েছেন দলে। টেস্ট দলের সদস্য মুমিনুল হক, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সাদমান ইসলাম, ইবাদত হোসেন ডাক পেয়েছেন ‌১৫ সদস্যের দলে।

জাতীয় দলের বাইরে থাকা জহুরুল ইসলাম, তাসকিন আহমেদ, আরিফুল হক, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত সুযোগ পেয়েছেন নিজেদের সামর্থ্য দেখানোর।

‘বি’ গ্রুপে বিসিবি একাদশের সঙ্গী কেএসসিএ সেক্রেটারি একাদশ, বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন ও ড. ডি ওয়াই পাতিল ক্রিকেট অ্যাকাডেমি।

১০ জুলাই শুরু হবে বিসিবি একাদশের প্রথম ম্যাচ। ১৬ জুলাই শুরু হবে দ্বিতীয় ম্যাচ। ২২ জুলাই শুরু হবে তৃতীয় ম্যাচ।

চার গ্রুপ পর্বের সেরা চার দল খেলবে ২৮ জুলাই শুরু হওয়া সেমি-ফাইনালে। ৩ অগাস্ট শুরু হবে ফাইনাল। 

বিসিবি একাদশ: আবু জায়েদ চৌধুরী, নাজমুল হোসেন শান্ত, নাঈম হাসান, মুমিনুল হক, ইবাদত হোসেন, রবিউল হক, জহুরুল ইসলাম, তাসকিন আহমেদ, সাদমান ইসলাম, আরিফুল হক, তাইজুল ইসলাম, ইয়াসির আলী চৌধুরী, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, শহিদুল ইসলাম।