সাকিবকে যথেষ্ট সহায়তা করতে না পারার আক্ষেপ মাশরাফির

ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে বিশ্বকাপে দারুণ ছন্দে ছিলেন সাকিব আল হাসান। আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ অলরাউন্ডারকে প্রয়োজনীয় সহায়তা দিতে পারেননি সতীর্থরা। তা নিয়ে আক্ষেপ ঝরেছে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কণ্ঠে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2019, 06:08 PM
Updated : 5 July 2019, 06:08 PM

পাকিস্তানের কাছে ৯৪ রানে হেরে বিশ্বকাপ অভিযান শেষ করেছে বাংলাদেশ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী পর্বে মাশরাফি জানান, সাকিবকে যথেষ্ট সহায়তা দিতে পারলে চিত্রটা ভিন্ন হতে পারতো।

“শেষ দুই ম্যাচের প্রতিটিতেই সাকিব ভালো ব্যাটিং করেছে। তবে আমরা ভালো একটি জুটি গড়ে তুলতে পারিনি। আমরা খুবই দুঃখিত যে, বিশ্বকাপে প্রতিটি ম্যাচে খুব ভালো ব্যাটিং-বোলিং-ফিল্ডিং করা সাকিবকে যথেষ্ট সহায়তা করতে পারিনি।”

৬০৬ রান ও ১১ উইকেট নিয়ে টুর্নামেন্ট শেষ করেছেন সাকিব।

সেমি-ফাইনাল পর্যন্ত যেতে না পারায় নিজেদের প্রাপ্তির বেশি কিছু দেখেন না অধিনায়ক।

“বাজে ফিল্ডিং পুরো টুর্নামেন্টে আমাদের খুব ভুগিয়েছে। বোলিংও যথাযথ ছিল না। ব্যাটিং ছিল বেশ ইতিবাচক।”

টানা দুই ম্যাচে পাঁচ উইকেট নেওয়া মুস্তাফিজুর রহমানের বোলিংয়ে খুশি মাশরাফি।    

“ক্যারিয়ারের শুরুতে মুস্তাফিজ ছিল আনপ্লেয়েবল। গত দুই বছর চোট ওকে বেশ ভুগিয়েছে। তবে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ থেকে সে ভালো করেছে। সে বাংলাদেশের ক্রিকেটের একটা সম্পদ।”