অস্ট্রেলিয়া দলে শন মার্শের জায়গায় হ্যান্ডসকম

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান শন মার্শ। তার পরিবর্তে মিডল অর্ডার ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকমকে দলে নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2019, 10:55 AM
Updated : 5 July 2019, 10:55 AM

বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে আইসিসি।

৩৫ বছর বয়সী মার্শ বৃহস্পতিবার নেটে অনুশীলনের সময়ে সতীর্থ প্যাট কামিন্সের বলে কবজিতে চোট পান। চোট সারাতে অস্ত্রোপচারের প্রয়োজন হবে।

২৮ বছর বয়সী হ্যান্ডসকম এ পর্যন্ত ২১টি ওয়ানডে খেলেছেন। একটি সেঞ্চুরির পাশাপাশি করেছেন চারটি ফিফটি।

অনুশীলনে সতীর্থ মিচেল স্টার্কের বলে হাতে চোট পান গ্লেন ম্যাক্সওয়েলও। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাকে পেতে আশাবাদী কোচ জাস্টিন ল্যাঙ্গার।

শনিবার প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।