বুমরাহর মন্ত্র নিবিড় অনুশীলন

ইচ্ছেমতো ইয়র্কার দেওয়ার ক্ষমতায় এবং নিয়ন্ত্রিত বোলিংয়ে বিশ্বকাপে ভারতের এগিয়ে চলায় বড় অবদান রেখে চলেছেন জাসপ্রিত বুমরাহ। নেটে দীর্ঘসময় অনুশীলনেই এটা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ডানহাতি এই পেসার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2019, 01:20 PM
Updated : 3 July 2019, 01:21 PM

বার্মিংহ্যামের এজবাস্টনে মঙ্গলবার বাংলাদেশকে ২৮ রানে হারিয়ে বিশ্বকাপের শেষ চারে পৌঁছে ভারত। পর পর দারুণ দুটি ইয়র্কারে রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমানকে বোল্ড করে বাংলাদেশের ইনিংস গুটিয়ে দেন বুমরাহ। ৩১৫ রানের লক্ষ্যে বাংলাদেশ থামে ২৮৬ রানে। 

ডেথ ওভারে দারুণ বোলিংয়ের জন্য এরই মধ্যে সুনাম অর্জন করেছেন ২৫ বছর বয়সী বুমরাহ। নিয়মিত নেটে নিজের সব অস্ত্র ঝালিয়ে নেন বলে জানান তিনি।

“যখন আমি নেটে অনুশীলন করি, আমি সব ধরনের পরিস্থিতির জন্য অনুশীলন করি – নতুন বলে, পুরোনো বলে, অথবা ডেথ ওভারে ডেথ বোলিং।”

“সফল হওয়ার জন্য যা যা করার নেটে আমি সবকিছুই করি। ম্যাচে সেসব বাস্তবায়ন করা এবং মাথা ঠাণ্ডা রাখা  গুরুত্বপূর্ণ। প্রস্তুতিই আমাকে ম্যাচে সাহায্য করে।”

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সাত ম্যাচে ওভার প্রতি মাত্র ৪.৬ রান খরচ করে ১৪ উইকেট তুলে নিয়েছেন বুমরাহ।

“আমি নেটে বার বার এটা করি। যত বেশি আপনি এটা করবেন, আপনি তত দক্ষ হয়ে উঠবেন।”

“আপনি এটা পুরোপুরি আয়ত্ত করতে পারবেন না। তারপরও আপনি আরও ভালো করার চেষ্টা করতে পারেন। পুনরাবৃত্তিটা গুরুত্বপূর্ণ। এটা লেংথ বলের মতো-নেটে আপনাকে এটা বারবার করতে হবে এবং ম্যাচে এর পুনরাবৃত্তি করতে হবে।”