জীবন পেয়ে সেরা রোহিত
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jul 2019 02:04 AM BdST Updated: 03 Jul 2019 02:04 AM BdST
জীবন কিভাবে কাজে লাগাতে হয় তা যেন দেখিয়ে চলেছেন রোহিত শর্মা। শুরুতেই ক্যাচ দিয়ে বেঁচে যাওয়া ডানহাতি ওই ব্যাটসম্যান এবার ভোগালেন বাংলাদেশকে। মাশরাফি বিন মুর্তজার দলের সেমি-ফাইনালের স্বপ্ন ভেঙে ভারতকে নিয়ে গেলেন শেষ চারে। দলের জয়ে সবচেয়ে বড় অবদান রেখে জিতলেন ম্যাচ সেরার পুরস্কার।
বার্মিংহ্যামের এজবাস্টনে মঙ্গলবার বাংলাদেশকে ২৮ রানে হারিয়েছে ভারত। ৯২ বলে ছয়টি ছক্কা ও সাতটি চারে ১০৪ রানের চমৎকার ইনিংস খেলে এই বিশ্বকাপে তৃতীয়বারের মতো সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন রোহিত।
“শুরু থেকে আমি খুব ভালো অনুভব করছিলাম। উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। শুরুতে আমি কিছুটা সময় নিতে চেয়েছিলাম, এরপর দেখতে চেয়েছিলাম এখান থেকে আমরা কোথায় যেতে পারি। পুরো বিশ্বকাপই আমার এভাবে কাটছে।”
“ইংল্যান্ডের বিপক্ষে এখানে বলে দুই রকম গতি ছিল। আমি যেভাবে আশা করেছিলাম, বল সেভাবে ব্যাটে আসছিল না। … আজ আগে ব্যাটিং করায় স্কোরবোর্ডের কোনো চাপ ছিল না। আর আমি ভাগ্যবানও ছিলাম।”
মুস্তাফিজুর রহমানের বলে ক্যাচ দিয়ে তামিম ইকবালের হাতে জীবন পেয়েছিলেন রোহিত। সে সময় ৯ রানে ব্যাট করছিলেন তিনি। সুযোগ কাজে লাগিয়ে তুলে নেন আসরে চতুর্থ সেঞ্চুরি। এক বিশ্বকাপে চারটি সেঞ্চুরি আছে আর কেবল কুমার সাঙ্গাকারার।
এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ রানে জীবন পেয়ে করেছিলেন অপরাজিত ১২২ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ রানে জীবন পেয়ে করেন ৫৭ রান। আর এজবাস্টনেই আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৪ রানে জীবন পেয়ে করেন ১০২ রানে।
তামিমের হাতে জীবন পাওয়ার পর বোলারদের ওপর চড়াও হয়ে দ্রুত এগোতে থাকেন রোহিত। ৪৫ বলে পৌঁছান ফিফটিতে। এক ছন্দে খেলে ৯০ বলে তুলে নেন সেঞ্চুরি যা বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ও ওয়ানডে ক্যারিয়ারে ২৬তম।
সেঞ্চুরির পর অবশ্য টিকেননি বেশিক্ষণ। তবে ১০৪ রানের এই ইনিংস তাকে নিয়ে গেছে আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার শীর্ষে। ভারতকে পৌঁছে দিয়েছে সেমি-ফাইনালে।
-
আইসিসির বিশ্বকাপ একাদশে সাকিব
-
অস্ট্রেলিয়ান কোচের হাত ধরে ইংল্যান্ডের বিশ্বজয়
-
ওভারথ্রোয়ে ইংল্যান্ডকে ৬ রান দেওয়ার সিদ্ধান্ত ভুল: টাফেল
-
সতীর্থরা আস্থা রাখায় খুশি আর্চার
-
ওয়ানডে ইতিহাসের সেরা ম্যাচ?
-
আফগানিস্তান ‘এ’ দলের কাছে সিরিজ হারল ইমরুলরা
-
স্টোকসের যে ডাইভ ইংল্যান্ডকে নিল ট্রফির কাছে
-
বাউন্ডারি সংখ্যায় ট্রফির নিষ্পত্তি কতটা যৌক্তিক?
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে সতর্কতা
- ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
- জামিন নয়, নর্থ সাউথের চার ট্রাস্টিকে পুলিশে দিল হাই কোর্ট
- পিএসজির গোল উৎসবে এমবাপের হ্যাটট্রিক
- আইনপ্রণেতা হাজি সেলিম দণ্ড নিয়ে কারাগারে
- ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
- মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল