ক্রিকেটার-কোচ সবাই হতাশ

জিতলেও সেমি-ফাইনাল নিশ্চিত হতো না। তবে টিকে থাকত আশা। হেরে যাওয়ায় আশার সমাপ্তি। ভারতের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ কোচ স্টিভ রোডস জানালেন, ড্রেসিং রুমে দেখে এসেছেন তিনি আঁধার।

ক্রীড়া প্রতিবেদক বার্মিংহাম থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2019, 07:59 PM
Updated : 2 July 2019, 07:59 PM

ভারতের কাছে ২৮ রানে হেরে শেষ হয়েছে বিশ্বকাপের শেষ চারে বাংলাদেশের জায়গা পাওয়ার আশা। শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলে টিকে থাকবে কেবল পাঁচে থেকে বিশ্বকাপ শেষ করার সুযোগ।

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের সামনে সুযোগ ছিল জয়ের। ভারত দারুণ শুরু করলেও তাদের পরে আটকে রাখা গেছে ৩১৪ রানে। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় তাড়া করা যায়নি সেই রান। ম্যাচ শেষে কোচ জানালেন দলের সবার মানসিক অবস্থা।

“শুরুতেই বলে নেই, আমাদের ড্রেসিং রুমে ক্রিকেটার ও কোচরা সবাই হতাশ। সত্যি বলতে, সাপোর্ট স্টাফের সবাই (হতাশ)। আমরা এই টুর্নামেন্টে ভালো করতে মরিয়া ছিলাম, চেষ্টা করেছিলাম এগিয়ে যেতে। শেষ পর্যন্ত সেটি হয়নি।”

“আজকে আমরা খুব ভালো একটি দলের বিপক্ষে খেলেছি। এমন একটি দল, যাদের আমি মনে করি বিশ্বের এক নম্বর। আমরা চেষ্টা করেছি, কিন্তু শুরুতে কিছু ভুলের কারণে পেরে উঠিনি।”