এজবাস্টনের ছোট বাউন্ডারি নিয়ে প্রশ্ন কোহলির

ইংল্যান্ডের কাছে হারের পর এজবাস্টনের মাঠের একপাশের খুব ছোট বাউন্ডারির সমালোচনা করেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2019, 10:23 AM
Updated : 1 July 2019, 10:23 AM

বার্মিহ্যামের এজবাস্টনে রোববার টস জিতে ব্যাট করতে নামা ইংল্যান্ড জনি বেয়ারস্টো ও জেসন রয়ের ১৬০ রানের উদ্বোধনী জুটির ভিতের ওপর দাঁড়িয়ে সাত উইকেটে ৩৩৭ রান করে। পুরো ইনিংসে স্বাগতিকরা মোট ১৩টি ছক্কা হাঁকায়। জবাবে পাঁচ উইকেটে ৩০৬ রান তুলে ৩১ রানে হারে দুই বারের বিশ্বকাপ জয়ীরা।

ম্যাচ শেষে কোহলি বলেন, “টস গুরুত্বপূর্ণ ছিল, বিশেষ করে বাউন্ডারি ছোট হওয়ার কারণে- এর চেয়ে ছোট আর হয় না। ফ্ল্যাট পিচে এটা অদ্ভুত।”

১১১ রানের ম্যাচজয়ী ইনিংসে ১০টি চারের পাশাপাশি ছয়টি ছক্কা হাঁকান বেয়ারস্টো। কোহলি মূলত অখুশি মাঠের একেক দিকের আকৃতি একেক রকম হওয়ার কারণে।

“ব্যাটসম্যানরা যদি আপনাকে ৫৯ মিটার বাউন্ডারিতে ছক্কা মারতে রিভার্স সুইপ করতে পারে তাহলে স্পিনার হিসেবে আপনার সেখানে তেমন কিছু করার থাকে না।”

“মাঠের একপাশে ৮২ মিটার। বোলাররা যে লাইনে বল করবে সে ব্যাপারে তাদের একটু স্মার্ট হতে হবে, তবে শর্ট বাউন্ডারিতে আপনার তেমন কিছু করার থাকে না।”

মঙ্গলবার এই মাঠেই ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।