ইংল্যান্ডের ব্যর্থতার জন্য অপেক্ষায় সমালোচকরা, অভিযোগ বেয়ারস্টোর

সমালোচকরা বিশ্বকাপে ইংল্যান্ডের ব্যর্থতার জন্য অপেক্ষা করছেন বলে অভিযোগ করেছেন দেশটির ওপেনিং ব্যাটসম্যান জনি বেয়ারস্টো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2019, 07:41 PM
Updated : 28 June 2019, 07:41 PM

টুর্নামেন্টে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৪টিতে জেতার পাশাপাশি পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ইংল্যান্ড। এর ফলে সেমি-ফাইনালের লড়াইয়ে কিছুটা পিছিয়ে পড়েছে ওয়েন মর্গ্যানের দল। গ্রুপ পর্বে শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ শক্তিশালী ভারত ও নিউ জিল্যান্ড যাদের ১৯৯২ সালের পর বিশ্বকাপে আর হারাতে পারেনি ইংল্যান্ড।

এরই মধ্যে দলের পারফরম্যান্সের সমালোচনা করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। তার জবাবে বেয়ারস্টো সাংবাদিকদের বলেন, “মানুষ আমাদের ব্যর্থতার জন্য অপেক্ষা করছে। তারা চায় না যে আমরা জিতি। অনেকভাবেই তারা আপনার হারের জন্য অপেক্ষা করছে। যাতে করে তারা আপনার ওপর ঝাঁপিয়ে পড়তে পারে।”

“এটা শুধুই শোবিজ, মতামত দেওয়ার জন্য তাদের টাকা দেওয়া হয়। আর কোনো মতামত না থাকলে তাদের বরখাস্ত করা হয়।”

“আমি একটা রেডিও ইন্টারভিউয়ে ছিলাম এবং ভনের মন্তব্যের ক্লিপটা দেখে বিস্মিত হয়েছিলাম। … সবাই এমনভাবে কথা বলছে যেন আমরা টেবিলের আটে বা নয়ে আছি।”

আগামী রোববার নিজেদের পরের ম্যাচে ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড।