ভারত ও নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচ ইংল্যান্ডের জন্য ‘কোয়ার্টার-ফাইনাল’

টানা দুই হারে বিশ্বকারের শেষ চার ওঠা নিয়ে কিছুটা শঙ্কায় ইংল্যান্ড। লিগ পর্বে ভারত ও নিউ জিল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ দুই ম্যাচকে তাই কোয়ার্টার-ফাইনাল হিসেবে দেখছেন ইংলিশ ব্যাটসম্যান জো রুট।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2019, 11:11 AM
Updated : 27 June 2019, 11:11 AM

মঙ্গলবার লর্ডসে অস্ট্রেলিয়ার কাছে ৬৪ রানে হেরে শেষ চারের লড়াইয়ে কিছুটা পিছিয়ে পড়েছে ইংল্যান্ড। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট তালিকার চার নম্বরে আছে ওয়েন মর্গ্যানের দল। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ ও ছয়ে আছে যথাক্রমে বাংলাদেশ ও পাকিস্তান। ৬ ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া শ্রীলঙ্কাও লড়াইয়ে আছে সেমি-ফাইনালে ওঠার।

১৯৯২ সালের পর বিশ্বকাপে সাতবারের চেষ্টায় একবারও ভারত বা নিউ জিল্যান্ডকে হারাতে পারেনি ইংল্যান্ড। চলতি আসরের শেষ চারে পৌঁছাতে অবশ্য আত্মবিশ্বাসী রুট।

“আমরা ম্যাচ দুটিকে কোয়ার্টার-ফাইনাল হিসেবে দেখব। আমরা বিশ্বাস করি, এখনও আমরা সেমি-ফাইনালে ওঠার যোগ্য।”

“ব্যক্তিগতভাবে আমি মনে করি, আমরা পরের দুটি ম্যাচে কিভাবে খেলব তা নিয়ে আমাদের খুব শান্ত থাকতে হবে।”

আগামী রোববার নিজেদের পরের ম্যাচে ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড।