ভারত ও নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচ ইংল্যান্ডের জন্য ‘কোয়ার্টার-ফাইনাল’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jun 2019 05:11 PM BdST Updated: 27 Jun 2019 05:11 PM BdST
টানা দুই হারে বিশ্বকারের শেষ চার ওঠা নিয়ে কিছুটা শঙ্কায় ইংল্যান্ড। লিগ পর্বে ভারত ও নিউ জিল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ দুই ম্যাচকে তাই কোয়ার্টার-ফাইনাল হিসেবে দেখছেন ইংলিশ ব্যাটসম্যান জো রুট।
মঙ্গলবার লর্ডসে অস্ট্রেলিয়ার কাছে ৬৪ রানে হেরে শেষ চারের লড়াইয়ে কিছুটা পিছিয়ে পড়েছে ইংল্যান্ড। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট তালিকার চার নম্বরে আছে ওয়েন মর্গ্যানের দল। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ ও ছয়ে আছে যথাক্রমে বাংলাদেশ ও পাকিস্তান। ৬ ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া শ্রীলঙ্কাও লড়াইয়ে আছে সেমি-ফাইনালে ওঠার।
১৯৯২ সালের পর বিশ্বকাপে সাতবারের চেষ্টায় একবারও ভারত বা নিউ জিল্যান্ডকে হারাতে পারেনি ইংল্যান্ড। চলতি আসরের শেষ চারে পৌঁছাতে অবশ্য আত্মবিশ্বাসী রুট।
“আমরা ম্যাচ দুটিকে কোয়ার্টার-ফাইনাল হিসেবে দেখব। আমরা বিশ্বাস করি, এখনও আমরা সেমি-ফাইনালে ওঠার যোগ্য।”
“ব্যক্তিগতভাবে আমি মনে করি, আমরা পরের দুটি ম্যাচে কিভাবে খেলব তা নিয়ে আমাদের খুব শান্ত থাকতে হবে।”
আগামী রোববার নিজেদের পরের ম্যাচে ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড।
-
আইসিসির বিশ্বকাপ একাদশে সাকিব
-
অস্ট্রেলিয়ান কোচের হাত ধরে ইংল্যান্ডের বিশ্বজয়
-
ওভারথ্রোয়ে ইংল্যান্ডকে ৬ রান দেওয়ার সিদ্ধান্ত ভুল: টাফেল
-
সতীর্থরা আস্থা রাখায় খুশি আর্চার
-
ওয়ানডে ইতিহাসের সেরা ম্যাচ?
-
আফগানিস্তান ‘এ’ দলের কাছে সিরিজ হারল ইমরুলরা
-
স্টোকসের যে ডাইভ ইংল্যান্ডকে নিল ট্রফির কাছে
-
বাউন্ডারি সংখ্যায় ট্রফির নিষ্পত্তি কতটা যৌক্তিক?
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- ক্যারিবিয়ানদের ‘হোয়াইটওয়াশ’ করেই ছাড়ল বাংলাদেশ
- এবারের এসএসসির পুনর্বিন্যস্ত সিলেবাস প্রকাশ
- প্রত্যাশিত জয়ে বাংলাদেশের ‘৩০’
- এলচেকে হারিয়ে তিনে বার্সা
- ‘মেসিকে বোঝানোর চেষ্টা করছে পিএসজি’
- আইপিএলে নতুন ভূমিকায় সাঙ্গাকারা
- টিকা আসার আগে যা বললেন বেক্সিমকো ফার্মার এমডি
- ফিরোজ রশীদকে ‘মূর্খ’ বললেন শাহরিয়ার কবির
- ‘ভেতরের কথা বাইরে কীভাবে আসে’, কৌতূহল সাকিবের
- দশম ও দ্বাদশ শ্রেণিতে নিয়মিত ক্লাস, বাকিদের সপ্তাহে ১ দিন