দুয়োতে আরও ‘ভালো খেলেন’ ওয়ার্নার
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jun 2019 04:12 PM BdST Updated: 27 Jun 2019 04:12 PM BdST
অস্ট্রেলিয়ার হয়ে এই বিশ্বকাপে খেলতে পেরে স্বপ্নপূরণ হয়েছে বলে জানিয়েছেন ডেভিড ওয়ার্নার। প্রতিপক্ষ সমর্থকদের দুয়োকে পাত্তা দিতে রাজি নন বাঁহাতি এই ব্যাটসম্যান বরং দর্শকদের এমন আচরণ করছেন উপভোগ।
মঙ্গলবার লর্ডসে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে অধিনায়ক অ্যারন ফিঞ্চের সঙ্গে ১২৩ রানের উদ্বোধনী জুটি গড়েন ওয়ার্নার। ২৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২২১ রানে গুটিয়ে যায় ইংলিশরা। এ জয়ে প্রথম দল হিসেবে সেমি-ফাইনালে পা রাখে অস্ট্রেলিয়া।
বল টেম্পারিং কাণ্ডে এক বছর নিষিদ্ধ থাকার পর বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা ওয়ার্নার টুর্নামেন্টে এ পর্যন্ত ৭ ম্যাচ খেলে প্রায় ৮৪ গড়ে করেছেন ৫০০ রান। লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে স্বাগতিক সমর্থকদের দুয়ো শুনতে হয়েছে তাকে ও অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথকে। অবশ্য এ নিয়ে ভাবতে নারাজ ওয়ার্নার।
“মানুষের অধিকার আছে মাঠে আসার, তারা নিজেদের ডলার দিয়ে টিকেট কিনেছে। আর তারা যদি আমাদের দুযো দিতে চায়, তারা দিতে পারে।”
“যেমনটা আমি আগেই বলেছি, আমি এতে আরও ভালো খেলি, আমি এটা ভালোবাসি। আমি মাঠের কোনায় চলে গেলাম … এবং এটা গ্রহণ করতাম।”
“সবসময় আমি কেবল হাসি। আমি সানগ্লাস খুলি, সবার চোখের দিকে তাকাই এবং শুধু হাসি। আমি যেভাবে চেয়েছি সেভাবে খেলছি। আমি এখানে লর্ডসে আছি, নিজের দেশের জন্য খেলছি।”
-
আইসিসির বিশ্বকাপ একাদশে সাকিব
-
অস্ট্রেলিয়ান কোচের হাত ধরে ইংল্যান্ডের বিশ্বজয়
-
ওভারথ্রোয়ে ইংল্যান্ডকে ৬ রান দেওয়ার সিদ্ধান্ত ভুল: টাফেল
-
সতীর্থরা আস্থা রাখায় খুশি আর্চার
-
ওয়ানডে ইতিহাসের সেরা ম্যাচ?
-
আফগানিস্তান ‘এ’ দলের কাছে সিরিজ হারল ইমরুলরা
-
স্টোকসের যে ডাইভ ইংল্যান্ডকে নিল ট্রফির কাছে
-
বাউন্ডারি সংখ্যায় ট্রফির নিষ্পত্তি কতটা যৌক্তিক?
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- তামিমের সেঞ্চুরি ও তিন ফিফটিতে বাংলাদেশের দিন
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- বঙ্গবন্ধু স্যাটেলাইট: তিন বছরে আয় ‘৩০০ কোটি টাকা’
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- আসামে বন্যা: স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
- শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
- বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে ক্যাম্প, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ