নিজেদের ‘শ্রেষ্ঠত্বে’ বিশ্বাস রাখার আহ্বান রুটের

বিশ্বকাপে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই হারে বড় একটা ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। তবে আত্মবিশ্বাস হারাননি জো রুট। নিজেদের এখনও ‘বিশ্বের সেরা দল’ হিসেবে দেখে সতীর্থদের এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2019, 08:56 PM
Updated : 26 June 2019, 08:58 PM

লর্ডসে মঙ্গলবার অস্ট্রেলিয়ার কাছে ৬৪ রানে হারে ইংল্যান্ড। এর আগে গত শুক্রবার লিডসের হেডিংলিতে শ্রীলঙ্কার কাছে ২০ রানে হেরেছিল ওয়েন মর্গ্যানের দল। এখন পর্যন্ত ৭ ম্যাচে ৪টি জয়ের পাশাপাশি ৩টি হারের মুখ দেখেছে স্বাগতিকরা। গ্রুপ পর্বে শেষ দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত ও নিউ জিল্যান্ড।

আগামী রোববার নিজেদের পরের ম্যাচে ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রুট বলেন, “আমাদের শান্ত থাকতে হবে। আমরা যা জানি তাতে মনোযোগ দেওয়াটাই আমাদেরকে আরও ভালো দলে পরিণত করবে এবং আমাদের সেরা অবস্থানে ফিরিয়ে নিবে।”

“আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে যে যখন আমরা সেটা করব, তখন আমরাই বিশ্বের সেরা দল।”

৮ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্ট তালিকায় চার নম্বরে আছে ইংল্যান্ড। আর মাত্র চারটি ম্যাচ জিতলেই বিশ্বকাপ শিরোপা হাতে উঠবে, পরিস্থিতিকে এভাবে দেখতে চান রুট।

“ক্রিকেট টুর্নামেন্টে বিষয়গুলো খুব দ্রুত বদলায়। এক সপ্তাহ আগে আমরা কোথায় ছিলাম সেটা দেখুন। আর এখন, আমাদের শেষ দেখে ফেলা হচ্ছে।”