বিশ্বকাপের পরই অবসরের সিদ্ধান্ত পাল্টেছেন গেইল

বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরিকল্পনা পাল্টেছেন ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইল। চলতি বছরের অগাস্ট-সেপ্টেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে চান অভিজ্ঞ এই ক্রিকেটার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2019, 05:20 PM
Updated : 26 June 2019, 05:20 PM

এ বছরের শুরুতে তরুণদেরকে সুযোগ করে দিতে বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা জানান ৩৯ বছর বয়সী গেইল। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় বিশ্বকাপে ভারতের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচের আগে অবসরের পর কি করবেন এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গেইল আরও কিছুদিন খেলার ইচ্ছার কথা জানান।

“বিশ্বকাপের পর, সম্ভবত ভারতের বিপক্ষে একটা টেস্ট ম্যাচ আছে এবং এরপর আমি খেলব, অবশ্যই খেলব, ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে।”

“আমি টি-টোয়েন্টিগুলো খেলব না। এটাই বিশ্বকাপের পর আমার পরিকল্পনা।”

ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ভারত।

ভারতের বিপক্ষে ম্যাচের পর বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ দুই ম্যাচে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে দলকে ভালো কিছু উপহার দিতে চান গেইল।

“এই তিন ম্যাচে, আমি একটা সেঞ্চুরি করতে চাইব। কিন্তু যদি তা না ঘটে, সত্যি বলতে আমি অভিযোগ করতে বা নিজের প্রতি কঠোর হতে পারি না।”

“আমরা দেখব কি ঘটে।”