সাকিব ভাইকে যত দেখছি, তত শিখছি: সৌম্য
ক্রীড়া প্রতিবেদক, সাউথ্যাম্পটন থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jun 2019 08:56 PM BdST Updated: 25 Jun 2019 08:57 PM BdST
দুজন সতীর্থ। কিন্তু এরপরও একজন যে উচ্চতায় উঠেছেন, সেখানে যাওয়া আরেকজনের কাছে স্বপ্ন। সাকিব আল হাসানের সঙ্গে একই ড্রেসিং রুমে থাকতে পেরে গর্বিত সৌম্য সরকার। বাঁহাতি ওপেনার চেষ্টা করছেন বিশ্বসেরা অলরাউন্ডারের কাছ থেকে যতটা সম্ভব শেখার।
এক যুগের বেশি দীর্ঘ ক্যারিয়ারের বেশির ভাগ সময়ই সাকিব ছিলেন বাংলাদেশের সেরা পারফরমার। গত ১০ বছরে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে বেশির ভাগ সময়ই ছিলেন শীর্ষে। তবে এবারের বিশ্বকাপে নিজেকে ছাড়িয়ে সাকিব উঠছেন নতুন উচ্চতায়। এর মধ্যেই ৬ ম্যাচে ৪৭৬ রান করেছেন, নিয়েছেন ১০ উইকেট। বিশ্বকাপে আগে এমন অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্স দেখাতে পারেননি আর কেউ।
বরাবরই সাকিবের পারফরম্যান্সে মুগ্ধ সতীর্থরা। ভালো লাগার পরিধি এবার বেড়েছে আরও। আর বেড়েছে শেখার তাড়না। সাউথ্যাম্পটন থেকে পরের ম্যাচের ভেন্যু বার্মিংহামে যাওয়ার আগে সৌম্য শোনালেন তার সেই তাগিদের কথা।
“রেকর্ড তো হয়ই। তবে আমাদের জন্য সাকিব ভাই অনেক বড় একটি পাওয়া। তার সঙ্গে ড্রেসিং রুমে থাকা, তাকে দেখা, এত এত রেকর্ড তার, অনেক কিছু তার কাছ থেকে শেখার আছে আমাদের।”
“খেলা শেষ করলে হয়ত বোঝা যাবে, কত বড় কিংবদন্তি উনি। আমরা যত দেখছি, আমি নিজে অন্তত অনেক শিখছি উনার কাছ থেকে। তার ধারাবাহিকতা অনেক বড় ব্যাপার।”
-
আইসিসির বিশ্বকাপ একাদশে সাকিব
-
অস্ট্রেলিয়ান কোচের হাত ধরে ইংল্যান্ডের বিশ্বজয়
-
ওভারথ্রোয়ে ইংল্যান্ডকে ৬ রান দেওয়ার সিদ্ধান্ত ভুল: টাফেল
-
সতীর্থরা আস্থা রাখায় খুশি আর্চার
-
ওয়ানডে ইতিহাসের সেরা ম্যাচ?
-
আফগানিস্তান ‘এ’ দলের কাছে সিরিজ হারল ইমরুলরা
-
স্টোকসের যে ডাইভ ইংল্যান্ডকে নিল ট্রফির কাছে
-
বাউন্ডারি সংখ্যায় ট্রফির নিষ্পত্তি কতটা যৌক্তিক?
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- সিটির হোঁচটে লিভারপুলের আশার পালে দোলা
- 'ভয়ঙ্কর' কাদিসে পারল না রিয়াল
- ‘অস্ট্রেলিয়া হারাল আরেক নায়ককে’
- শ্রীলংকায় ফের সংগঠিত হচ্ছে তামিল টাইগাররা, গোয়েন্দাদের সতর্কবার্তা
- মেসি-এমবাপের নৈপুণ্যে পিএসজির বড় জয়
- ‘ফ্রি ফায়ারে’ আসক্ত কিশোর, বেঁধে রাখা হচ্ছে শেকলে
- সড়ক দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যু
- সাকিব যা পারলেন, নাঈমদের যা পারতে হবে
- ম্যাথিউসের লড়াকু সেঞ্চুরি, পিছিয়ে বাংলাদেশ
- পি কে হালদারের জের টানছে সেই প্রতিষ্ঠানগুলো