ওপেনারদের ফর্মে ফেরা নিয়ে আত্মবিশ্বাসী নিউ জিল্যান্ড কোচ

বিশ্বকাপে এখনও নিজেদের সেরাটা মেলে ধরতে পারেননি নিউ জিল্যান্ডের দুই ওপেনার মার্টিন গাপটিল ও কলিন মানরো। তবে কোচ গ্যারি স্টেড আত্মবিশ্বাসী, দ্রুতই চেনা ছন্দ ফিরে পাবেন বিস্ফোরক দুই ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2019, 10:06 AM
Updated : 25 June 2019, 10:09 AM

বিশ্বকাপে এখনও হারের মুখ দেখেনি নিউ জিল্যান্ড। গ্রুপ পর্বে ৬ ম্যাচের ৫টিতেই জয় পেয়েছে কেন উইলিয়ামসনের দল। ভারতের বিপক্ষে অন্য ম্যাচটি ভেসে গেছে বৃষ্টিতে। বুধবার এজবাস্টনে নিজেদের পরের ম্যাচে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় পাকিস্তানের মুখোমুখি হবে নিউ জিল্যান্ড। শেষ দুই ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

এখন পর্যন্ত দলের সিংহভাগ রান এসেছে অধিনায়ক উইলিয়ামসন ও রস টেইলরের ব্যাট থেকে। দুই সেঞ্চুরিতে প্রায় ১৮৭ গড়ে ৩৭৩ রান করেছেন উইলিয়ামসন। টেইলরের ব্যাট থেকে এসেছে ৫০ গড়ে ২০০ রান।

বিশ্বকাপে নিউ জিল্যান্ডের একমাত্র ডাবল সেঞ্চুরির মালিক গাপটিল ৫ ইনিংসে করেছেন মোটে ১৩৩ রান। এর মধ্যে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন অপরাজিত ৭৩ রান। পরে দুইবার ‘গোল্ডেন ডাক’ এর স্বাদ পেয়েছেন এই ডানহাতি। আরেক ওপেনার মানরো এখন পর্যন্ত করেছেন মাত্র ১১৩ রান। এর মধ্যে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন অপরাজিত ৫৮ রান। দুই ওপেনারের পাশে আছেন কোচ।

“যে কোনো দলেই এমন সময় আসে যখন ব্যাটসম্যানরা রান করতে পারে না। এটাই ক্রিকেট।”

“মার্টিন ও কলিন দুজনেই অতীতে বহুবার আমাদের জন্য রান করেছে। আর আমি আশা করি, পরের ম্যাচেই তাদের সময় আসবে।”