আফগানিস্তানকে নিয়ে বেশি সতর্ক বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক, সাউথ্যাম্পটন থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jun 2019 10:05 PM BdST Updated: 22 Jun 2019 10:27 PM BdST
সাউথ্যাম্পটনে টিম হোটেলের সামনে দাঁড়িয়ে ছিলেন মিনহাজুল আবেদীন ও খালেদ মাহমুদ। শনিবার দুপুরে অনুশীলন বাংলাদেশ দলের, ম্যানেজার ও প্রধান নির্বাচক অপেক্ষা করছিলেন নিচে। আর চোখ রাখছিলেন ফোনে। এই শহরেই রোজ বৌল স্টেডিয়ামে তখন ভারতকে বেশ চেপে ধরেছে আফগানিস্তান। সোমবার আফগানদের সঙ্গে লড়াই বাংলাদেশের। বাংলাদেশের ম্যানেজার, নির্বাচক, দুইজনই বলছিলেন, “আজকে যাই হোক, আমাদের জিততেই হবে।”
অস্ট্রেলিয়ার কাছে হারার পর এখন প্রতিটি ম্যাচেই অবশ্য এই স্লোগান ধরে নামতে হবে বাংলাদেশকে, ‘জিততেই হবে’। প্রাথমিক পর্বে তিনটি ম্যাচ বাকি। দুটি জিতলেও হয়তো গাণিতিক সম্ভাবনা থাকবে সেমি-ফাইনাল খেলার। তবে নির্ভর করতে হবে অনেক কিছুর ওপর। তিনটির সবকটি জিতলেও আসতে পারে সমীকরণ, তবে তখন সম্ভাবনা উজ্জ্বল হবে অনেকটাই।
এই বাস্তবতা খুব ভালোভাবে জানে বাংলাদেশ দলও। আগের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারলেও দারুণ লড়াইয়ের পর আত্মবিশ্বাস বেড়েছে দলের। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানালেন, সামনের তিন অভিযানে বাংলাদেশ এগোবে প্রতিটি লড়াই আলাদা করে ধরে।
“পরের তিনটি ম্যাচই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তবে একবারে তিনটি না ভেবে আমরা পরের ম্যাচ নিয়ে ভাবছি। এখান থেকে সেমি-ফাইনালের কথা এখনই চিন্তা করা কঠিন। পরের ম্যাচ জিতলে তার পর সামনেরটা ভাবা যাবে।”
“অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পর দল আরও আত্মবিশ্বাসী যে ওই বোলিং আক্রমণের বিপক্ষে রান তাড়া করেছি খুব ভালো। দল এখন তাই খুব ভালো অবস্থায় আছে। যে কোনো দলকে হারানোর বিশ্বাস আছে।”
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের চেয়েও অবশ্য আফগানিস্তানের বিপক্ষে পরীক্ষাকে কম চ্যালেঞ্জ মনে করছেন না ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। প্রায় আবশ্যিক জয়ের এই তিন ম্যাচে আগে সামনে আসছে আফগানিস্তান। বাংলাদেশের আগের সব প্রতিপক্ষ ছিল তুলনায় আফগানদের চেয়ে শক্তিশালী। তার পরও এই ম্যাচে স্বস্তিতে নামার সুযোগ দেখছেন না মিঠুন।
“প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আফগানিস্তান হোক বা অস্ট্রেলিয়া। মূল লক্ষ্য বাকি সবগুলি ম্যাচ জেতা। প্রতিটি বিভাগে নিজেদের সর্বোচ্চটা দেওয়া।”
“আমার মনে হয়, আরও অনেক সতর্ক থাকতে হবে (আফগানিস্তানের বিপক্ষে)। অস্ট্রেলিয়ার কাছে হারলে আপনারাও অনেক কিছু গ্রহণ করে নেন। ওরা আমাদের থেকে ওপরের দল। আফগানিস্তানের কাছে হারলে... মানে সবাই আশা করছে আমরা জিতব। প্রতিটি ম্যাচই সমান আমাদের কাছে। তার পরও এই ম্যাচে আরও বেশি সতর্ক থাকতে হবে।”
-
আইসিসির বিশ্বকাপ একাদশে সাকিব
-
অস্ট্রেলিয়ান কোচের হাত ধরে ইংল্যান্ডের বিশ্বজয়
-
ওভারথ্রোয়ে ইংল্যান্ডকে ৬ রান দেওয়ার সিদ্ধান্ত ভুল: টাফেল
-
সতীর্থরা আস্থা রাখায় খুশি আর্চার
-
ওয়ানডে ইতিহাসের সেরা ম্যাচ?
-
আফগানিস্তান ‘এ’ দলের কাছে সিরিজ হারল ইমরুলরা
-
স্টোকসের যে ডাইভ ইংল্যান্ডকে নিল ট্রফির কাছে
-
বাউন্ডারি সংখ্যায় ট্রফির নিষ্পত্তি কতটা যৌক্তিক?
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ‘মাদারীপুর এত কাছে!’
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ