অস্ট্রেলিয়ার বিপক্ষে ফেরার লক্ষ্য রয়ের

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে ফিট হয়ে ওঠার লক্ষ্য স্থির করেছেন ইংল্যান্ডের ওপেনার জেসন রয়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2019, 02:14 PM
Updated : 21 June 2019, 02:14 PM

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে জয়ের ম্যাচে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান রয়। পরে ঐ ম্যাচে আর মাঠে নামেননি ডানহাতি এই ব্যাটসম্যান। চোটের কারণে খেলতে পারেননি আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে পরের দুটি ম্যাচে। চোট পুনর্বাসন প্রক্রিয়া ঠিকঠাক এগোচ্ছে বলে বিবিসিকে জানান রয়।

“সেরে ওঠার প্রক্রিয়া খুব ভালোভাবে এগোচ্ছে। চিন্তার কিছু নেই। সবকিছু ঠিক দিকেই এগোচ্ছে কিনা নিশ্চিত হতে দুই দিনের মধ্যে একটা স্ক্যান করা হবে।”

বিশ্বকাপের ফাইনাল খেলার লক্ষ্য থাকায় আফগানিস্তানের বিপক্ষে রান উৎসবের ম্যাচে খেলতে না পেরে তেমন হতাশ হচ্ছেন না রয়।

“আপনারা সেটা ভাবতে পারেন, কিন্তু আমাদের কাছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। আমাদের সামনে সেমি-ফাইনাল ও ফাইনাল আছে, ওগুলোতে খেলার সুযোগ আছে। আপনি যদি প্রতিটা ম্যাচ ধরে ধরে দেখেন, আপনি হতাশ হয়ে পড়তে পারেন, কিন্তু আমি তা করি না।”

আগামী মঙ্গলবার লর্ডসে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড।