‘জিতলেও নিশ্চয়তা নেই যে অস্ট্রেলিয়া আমাদের সফরে নেবে’

সূচিতে সফর থাকে। বাস্তবে হয়ে যায় উধাও। বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর কেবল পেছাতেই থাকে। অস্ট্রেলিয়া বারবারই অপারগতা জানায় সফরে নিতে। এবার বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারাতে পারলে যে তাদের ভাবনা বদলাবে, এমন কিছুর সম্ভাবনাও দেখছেন না মাশরাফি বিন মুর্তজা।

ক্রীড়া প্রতিবেদক নটিংহ্যাম থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2019, 04:48 PM
Updated : 19 June 2019, 04:48 PM

টেস্ট আঙিনায় বাংলাদেশের দেড় যুগ পেরিয়ে গেলেও অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার সুযোগ মিলেছে একবারই। ২০০৩ সালে দুটি টেস্ট খেলেছিল বাংলাদেশ, সেটিও যখন অস্ট্রেলিয়ায় ক্রিকেট মৌসুম নয়। খেলা হয়েছিল তাই মূল ভেন্যুগুলোর বাইরের দুই ভেন্যু ডারউইন ও কেয়ার্নসে।

ওয়ানডে খেলতেও অস্ট্রেলিয়া সবশেষ বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছিল সেই ২০০৮ সালে। এরপর অন্তত দুই দফায় সূচিতে বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর থাকলেও তা অনুসরণ করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। বাংলাদেশের এখনকার দলের কেবল মাশরাফি মুর্তজা ছাড়া অস্ট্রেলিয়ার টেস্ট খেলার স্বাদ পাননি আর কেউ।

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়কের সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমের আগ্রহ দেখা গেল ওই প্রসঙ্গ ঘিরে। এই ম্যাচ কি অস্ট্রেলিয়াকে দেখিয়ে দেওয়ার সুযোগ?

মাশরাফি হেসে বললেন, সফরে না ডাকায় তারা হতাশ। তবে মাঠে দেখিয়ে দেওয়ার কিছু নেই।

“আমার মনে হয় না কিছু প্রমাণ করতে হবে তাদের বিপক্ষে। এমন বড় দলের বিপক্ষে নিয়মিত খেলতে না পারা, সফরে না যেতে পারা অবশ্যই হতাশার। কারণ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো জায়গায় খেললে অনেক কিছু শেখা যায়। তবে যা হওয়ার, হয়েছে। আমাদের সেসব ভাবার দরকার নেই।”

বৃহস্পতিবার অস্ট্রেলিয়াকে হারালেই যে বাংলাদেশকে নিয়ে দেশটির বোর্ডের দৃষ্টিভঙ্গি পাল্টাবে, সেই সম্ভাবনাও ততটা দেখছেন না মাশরাফি।

“অস্ট্রেলিয়ায় আমরা টেস্ট খেলেছি অনেক বছর আগে। আমি সেই দলে ছিলাম। এতদিন ধরে একটি দেশে সফরে যেতে না পারা টেস্ট খেলুড়ে দেশের জন্য হতাশার। তবে আমি নিশ্চিত নই যে কালকে জিতলেই সমস্যার সমাধান হবে কিনা। দুই দেশের বোর্ড কথা বললে হয়তো হতে পারে।”

প্রমাণ করার তাগিদ অবশ্য বাংলাদেশ অধিনায়কের আছে, তবে সেটি অন্য কারণে। নিজেদের অগ্রযাত্রার বার্তা ছড়িয়ে যেতে চান তিনি বিশ্ব আসরে।

“এই ধরনের টুর্নামেন্টে সবাই ভালো খেলতে চায়, জিততে চায়। আমাদের প্রমাণ করার সঠিক সময় এটিই যে আগের চেয়ে আমরা এখন ভালো দল। দেশের জন্য খেলছি আমরা, এটা অনেক বড় ব্যাপার।”

“কালকে আমরা যখন মাঠে নামব, অবশ্যই সফরে না ডাকা আমাদের মাথায় থাকবে না। কেবল ভাবনায় থাকবে যে দল হিসেবে আমাদের ভালো খেলতে হবে, বিশ্বকাপে টিকে থাকতে হবে। বিশ্বকে দেখিয়ে দিতে হবে যে আমরা উন্নতি করছি। আগের চেয়ে এখন অনেক ভালো দল। অস্ট্রেলিয়াকে হারানো কঠিন, তবে অসম্ভব নয়।”