খুনে ব্যাটিংয়ে মর্গ্যানের ‘প্রথম’

বিশ্বকাপ এলে কোথায় যেন হারিয়ে যেতেন ওয়েন মর্গ্যান। ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টে হয়ে থাকতেন নিজের ছায়া হয়ে। খুনে এক ইনিংসে পাল্টালেন চিত্রটা। ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে দুর্দান্ত এক সেঞ্চুরিতে বিশ্বকাপে প্রথমবারের মতো জিতলেন ম্যাচ সেরার পুরস্কার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2019, 07:02 PM
Updated : 18 June 2019, 07:02 PM

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের ১৫০ রানের জয়ে সবচেয়ে বড় অবদান অধিনায়কের। বিস্ফোরক ব্যাটিংয়ে ৭১ বলে ১৭ ছক্কা ও চারটি চারে খেলেন ১৪৮ রানের ইনিংস। ওয়ানডেতে তার ত্রয়োদশ সেঞ্চুরি, বিশ্বকাপে প্রথম।

ওয়ানডেতে এক ইনিংসে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েন মর্গ্যান। ১৭ ছক্কার সাতটি হাঁকান রশিদ খানের বোলিংয়ে, যা এই সংস্করণে এক ইনিংসে কোনো বোলারের বিপক্ষে সর্বোচ্চ ছক্কা।

২০১১ সালে বিশ্বকাপ অভিষেকে বাংলাদেশের বিপক্ষে ৬৩ রান করেছিলেন মর্গ্যান। এতোদিন বিশ্বকাপে সেটাই ছিল তার সর্বোচ্চ। এবার তা ছাড়িয়ে খেললেন ওয়ানডেতে নিজের সর্বোচ্চ রানের ইনিংস। ছাড়িয়ে গেলেন আগের সর্বোচ্চ অপরাজিত ১২৪ রান। বিশ্বকাপে নিজের চতুর্দশ ম্যাচে এসে প্রথমবারের মতো জিতলেন সেরা খেলোয়াড়ের পুরস্কার।

এ নিয়ে ওয়ানডেতে ইংল্যান্ডের হয়ে ১৩ বার ম্যাচ সেরার পুরস্কার জিতলেন মর্গ্যান। তার সামনে আছেন কেবল পল কলিংউড ও অ্যান্ড্রু ফ্লিনটফ। তারা জিতেছেন ১৪ বার করে। 

আফগানিস্তানের বিপক্ষে ৩০তম ওভারে ক্রিজে গিয়েছিলেন মর্গ্যান। ঝড় তুলে ৩৬ বলে পৌঁছান ফিফটিতে। পরে বোলারদের ওপর আরও চড়াও হয়ে ৫৭ বলে তুলে নেন সেঞ্চুরি, বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ দ্রুততম।

আফগানদের বোলিং গুঁড়িয়ে ইংল্যান্ড গড়ে বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ। গুলবাদিনের দলকে ২৪৭ রানে থামিয়ে মর্গ্যানের দল উঠে গেছে পয়েন্ট তালিকার শীর্ষে।