দুয়ো দিলে আরও ভালো খেলবে ওয়ার্নার-স্মিথ: অ্যান্ডারসন

অস্ট্রেলিয়ার সেরা দুই ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথকে দুয়ো দিয়ে তাতিয়ে দিলে তা উল্টো ইংল্যান্ডের বিপদের কারণ হতে পারে বলে মনে করেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2019, 10:38 AM
Updated : 17 June 2019, 10:38 AM

বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন বল টেম্পারিং কাণ্ডে এক বছর নিষিদ্ধ থাকা অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। টুর্নামেন্টে বেশ কয়েকবার দর্শকদের বিরূপ আচরণের মুখে পড়তে হয়েছে অভিজ্ঞ দুই ব্যাটসম্যানকে। কিন্তু মাঠে বা গ্যালারিতে বিরূপ আচরণ স্মিথ ও ওয়ার্নারকে আরও ভালো খেলতে সাহায্য করবে বলে ইংলিশ সমর্থকদের সতর্ক করেছেন টেস্টে পেসারদের মধ্যে সর্বোচ্চ ৫৭৫ উইকেটের মালিক অ্যান্ডারসন।

২৫ জুন বিশ্বকাপে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের পরই রয়েছে অ্যাশেজ।

“অতীতে তাদের বিপক্ষে অনেক বেশি খেলেছি এবং কিভাবে তারা এ ধরনের বিষয়গুলোর জবাব দেয় তা জানি। সেটা মাঠের স্লেজিং বা দর্শকদের দুয়ো যাই হোক, তারা নিজেদের পারফরম্যান্স আরও উঁচুতে নিয়ে যাবে।”

“আমি বুঝতে পারছি, তারা যা করেছে সেটা মানুষ পছন্দ করে না। কিন্তু তা এখন অতীত।”