তিন সেঞ্চুরিতে রোহিতের তৃতীয়

নিয়মিত ওপেনার শিখর ধাওয়ানের অনুপস্থিতিতে বাড়তি দায়িত্ব নিলেন রোহিত শর্মা। পাকিস্তানের বিপক্ষে দাপুটে ব্যাটিংয়ে করলেন সেঞ্চুরি। জিতে নিলেন ম্যাচ সেরার পুরস্কার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2019, 07:50 PM
Updated : 16 June 2019, 07:50 PM

ম্যানচেস্টারের ওল্ড ট্যাফোর্ডে রোববার ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৮৯ রানে জিতেছে ভারত। দলের জয়ে ১১৩ বলে ১৪ চার ও তিন ছক্কায় খেলা ১৪০ রানের ইনিংসে সবচেয়ে বড় অবদান রাখেন রোহিত।

বিশ্বকাপে এটি এই ওপেনারের তৃতীয় সেঞ্চুরি। আগের দুবারই তিন অঙ্ক ছোঁয়া ইনিংসের জন্য জিতেছিলেন ম্যাচ সেরার পুরস্কার। দ্বিতীয়টি এই আসরেই, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের প্রথম ম্যাচে। গত আসরে বাংলাদেশের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে সেঞ্চুরির জন্য বিশ্বকাপে প্রথমবারের মতো জিতেছিলেন ম্যাচ সেরার পুরস্কার।

ওয়ানডেতে সপ্তদশবারের মতো সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন রোহিত, পাকিস্তানের বিপক্ষে প্রথম।

পাকিস্তানের বিপক্ষে শুরু থেকে রোহিত ছিলেন আক্রমণাত্মক। ৩৪ বলে তুলে নেন ফিফটি। ৮৫ বলে যান তিন অঙ্কে। ওয়ানডেতে তিনটি ডাবল সেঞ্চুরির মালিক রোহিতের পথচলা থামে বাজে এক শটে। স্কুপ করতে গিয়ে ধরে পড়েন ফাইন লেগে। 

তার দেখানো পথে এগিয়ে বড় সংগ্রহ গড়ে ভারত। পরে নিয়ন্ত্রিত বোলিংয়ে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা তুলে নেয় সহজ জয়।