শঙ্কা নেই মুশফিককে নিয়ে

সবার আগে যারা মাঠে ঢুকলেন, মুশফিকুর রহিমকে দেখা গেল তাদের মধ্যেই। যথারীতি ব্যাট হাতে সবার আগে নক শুরু করলেন তিনিই। পরে গা গরমের ফুটবল খেলা কিংবা ফিল্ডিং অনুশীলন, দেখা গেল সবকিছুতেই। এই ছবিগুলোই উড়িয়ে দিল শঙ্কার মেঘ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সোমবার মুশফিকের খেলা নিয়ে সংশয় আপাতত নেই।

ক্রীড়া প্রতিবেদক টনটন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2019, 01:54 PM
Updated : 16 June 2019, 02:30 PM

শনিবার নেটে ব্যাটিংয়ের সময় হাতে চোট পেয়েছিলেন মুশফিক। নেট ছেড়ে যান তখনই। ফুলে গিয়েছিল জায়গাটি, ছিল ব্যথাও। রাতে স্ক্যান করানো হয় হাতে। তাতে ধরা পড়েনি কোনো চিড়।

সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও জানিয়ে দিলেন, মুশফিককে নিয়ে কোনো শঙ্কা নেই।

“মুশফিক পুরোপুরি ভালো আছে। স্ক্যানে কিছু ধরা পড়েনি। চূড়ান্ত সিদ্ধান্ত তো ফিজিওর সঙ্গে কথা বলে সে নেবে। তবে এখনও পর্যন্ত যতটা দেখছি, সে ভালো আছে।”

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুশফিকের ওয়ানডে রেকর্ড দারুণ। ক্যারিবিয়ানদের বিপক্ষে ২৫ ইনিংসে ৮৭৯ রান করেছেন তিনি ৪৬.২৬ গড়ে।