সমীকরণ নিয়ে ভাবছে না বাংলাদেশ

সেমি-ফাইনালে যেতে হলে আরও কয়টি  ম্যাচ জিততে হবে বাংলাদেশকে? কোন দল জিতলে বা হারলে বাংলাদেশের সুবিধা? সমর্থকদের মধ্যে এই আলোচনা তুমুল। তবে এখনই সেই হিসাব কষছে না দল। আপাতত ভাবনা তাদের কেবল পরের ম্যাচ নিয়েই।

ক্রীড়া প্রতিবেদক টনটন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2019, 03:32 PM
Updated : 15 June 2019, 03:32 PM

প্রথম ম্যাচ জিতে বিশ্বকাপ অভিযান শুরু করে পরের দুটিতে হেরেছে বাংলাদেশ। চতুর্থ ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। চার ম্যাচ শেষে প্রাপ্তি তাই কেবল তিন পয়েন্ট।

সেমি-ফাইনালের পথ এখনও এত দূর, এখনই সেদিকে তাকানোর কোনো মানে পাচ্ছে না দল। তামিম ইকবাল জানালেন, প্রতিটি ম্যাচ ধরে এগোতে চান তারা।

“কয়টা জিততে হবে আর কয়টা জিতলে কোয়ালিফাই করব, সেভাবে আমরা কেউই ভাবছি না। সবশেষ ম্যাচে খেলা হওয়াটা জরুরি ছিল। সেটা হয়নি। এখন ৫ জুলাইয়ের পর (প্রাথমিক পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ) কী হবে না হবে, এখনিই ভাবছি না। কারণ এখনও ৫টি ম্যাচ বাকি। প্রতিটি ম্যাচ নিয়েই ভাবতে হবে। আমরাও জানি, ৫ ম্যাচের বেশিরভাগই আমাদের জিততে হবে। আগেই ফিনিশ লাইন দেখে ফেলা খুব ভালো কিছু না।”

“ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ জেতা জরুরি। জয়ের পর দেখা যাবে পয়েন্ট টেবিলে অনেক ওলট-পালট হতে পারে। তাই আগে আমাদের জিততে হবে।”