রান বাঁচাতে চোটের ঝুঁকি নিতে রাজি ভারত

ফিল্ডিংয়ের সময়ে রান বাঁচাতে ভারতীয় খেলোয়াড়রা ‘চোটের ঝুঁকি’ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির ফিল্ডিং কোচ আর শ্রীধর।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2019, 01:04 PM
Updated : 15 June 2019, 01:06 PM

বিশ্বকাপে এখন পর্যন্ত খেলা ম্যাচগুলোয় ভারতের ফিল্ডিং ছিল ধারাল। বৃহস্পতিবার ট্রেন্ট ব্রিজে নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার আগে নিজেদের প্রথম দুটি ম্যাচেই জয় পেয়েছে বিরাট কোহলির দল। ওল্ড ট্র্যাফোর্ডে আগামী রোববার বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে তারা।

আগের দিন শ্রীধর বলেন, “তারা একটি রান বাঁচাতে চোটের ঝুঁকি নিতে ইচ্ছুক; এটা দারুণ একটা গুণ।”

“তারা নিজেদের চেয়ে দলকে এগিয়ে রাখে। আমাদের এমন ফিল্ডার আছে যারা যে কোনো ব্যাটসম্যানের মনে ভয় ধরাতে পারে।”

টুর্নামেন্টে এখন পর্যন্ত তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ভারত।