রুটের পারফরম্যান্সে মুগ্ধ ইংলিশ অধিনায়ক

বল হাতে দলের প্রয়োজনে উইকেট তুলে নেওয়ার পর দারুণ এক সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের দাপুটে জয়ের মূল কারিগর জো রুট। ম্যাচ সেরার পুরস্কার জয়ী এই টপ অর্ডার ব্যাটসম্যানের পারফরম্যান্সে দারুণ খুশি অধিনায়ক ওয়েন মর্গ্যান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2019, 12:10 PM
Updated : 15 June 2019, 12:10 PM

শুক্রবার সাউথ্যাম্পটনের রোজ বৌলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটের জয় পায় ইংল্যান্ড। বল হাতে ২৭ রানে ২ উইকেট নেওয়ার পর নিয়মিত ওপেনার জেসন রয়ের চোটে ক্যারিয়ারে প্রথমবারের মতো ইনিংস উদ্বোধন করে রুট অপরাজিত থাকেন ১০০ রানে। চলতি আসরে ডানহাতি ব্যাটসম্যানের এটি দ্বিতীয় সেঞ্চুরি। পরে সংবাদ সম্মেলনে দলে রুটের গুরুত্ব তুলে ধরেন মর্গ্যান।

“খুব খুশি, সে এখন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক।”

“সে দুটো সেঞ্চুরি করল। আমাদের জন্য সে খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে আঠার মতো ইনিংসটা ধরে রাখে।”

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯৪ বলে ১১টি চারে ১০০ রানে অপরাজিত থাকা রুটের স্ট্রাইক রেট নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন মর্গ্যান।

“কখনোই সে বলের চেয়ে কম রান করেছে বলে মনে হয়নি। আপনারা দেখুন, সে বলের চেয়ে বেশি রান করে গেছে। আর এটা উপভোগ করাটা সত্যি দারুণ।”

বিশ্বকাপে চার ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট ইংল্যান্ডের। আগামী মঙ্গলবার ওল্ড ট্র্যাফোর্ডে পরের ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে মর্গ্যানের দল।