বাংলাদেশের চ্যালেঞ্জ গেইল-রাসেল-হোপ
টনটন থেকে আরিফুল ইসলাম রনি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jun 2019 01:17 AM BdST Updated: 15 Jun 2019 01:38 AM BdST
এবারের বিশ্বকাপে এখনও সেভাবে জ্বলে উঠতে পারেননি ক্রিস গেইল ও আন্দ্রে রাসেল। তবে তাদের জন্য ফর্ম বড় কোনো ব্যাপার নয় কখনোই। জ্বলে উঠতে পারেন যে কোনো দিন। আর বাংলাদেশকে পেলে তো শেই হোপ হয়ে ওঠেন অপ্রতিরোধ্য। ওয়েস্ট ইন্ডিজকে হারাতে তাই তিনজনকেই দ্রুত থামাতে চায় বাংলাদেশ।
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ওয়েস্ট ইন্ডিজ দলে ছিলেন না গেইল ও রাসেল। সেই সিরিজে তিনবার ক্যারিবিয়ানদের হারিয়েছে বাংলাদেশ।
গত ডিসেম্বরে বাংলাদেশে দুই দলের সিরিজেও ছিলেন না দুজন। বাংলাদেশ জিতেছিল সিরিজ। গত জুলাইয়ে অবশ্য নিজেদের মাটিতে এই দুজনকে নিয়েও সিরিজ জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। রাসেল খেলেছিলেন একটি ম্যাচ, যেটি জিতেছিল বাংলাদেশ। গেইল খেলেছিলেন তিন ম্যাচই। শেষ ম্যাচে করেছিলেন ৬৬ বলে ৭৩। কিন্তু বাংলাদেশ জিতেছিল সিরিজ।
তবে আগের ফল যেটাই হোক, এই দুজনের একজন নিজের মতো খেললেও বাংলাদেশের জয় কঠিন। বাংলাদেশের বোলিং কোচ কোর্টনি ওয়ালশের তাই চাওয়া, দুজনকেই থিতু হতে না দেওয়া।
“কিছু ধারনা ও পরিকল্পনা আছে আমাদের। ওরা দুজনই খুব বিপজ্জনক ক্রিকেটার, ওদের থামাতে হবে। দ্রুত ওদের আউট করে খেলাটা নিয়ন্ত্রণে নিতে হবে। আমি নিশ্চিত, দল হিসেবে আমরা ভালো পারফর্ম করব।”
হোপ যদিও এই দুজনের মতো বিস্ফোরক নন, তবে কার্যকারিতায় কম যান না। সাম্প্রতিক সময়ে তিনিই ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান। সেরাটা জমিয়ে রাখেন বাংলাদেশের জন্য। বাংলাদেশের বিপক্ষে ৯ ইনিংস খেলে সেঞ্চুরি ও ফিফটি করেছেন ৩টি করে। ব্যাটিং গড় ৯৪.৫৭!
বাংলাদেশের বোলিং কোচ জানালেন, হোপের জন্যও পরিকল্পনা আছে দলের।
“হোপ আমাদের বিপক্ষে সবসময়ই ভালো করেছে। বিশ্বকাপের আগে দারুণ একটি টুর্নামেন্ট কাটিয়ে এসেছে। দারুণ ব্যাটসম্যান সে। আমাদের মনোযোগ দিতে হবে নিজেদের কাজে। পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করলেই আমরা খুশি থাকব।”
-
আইসিসির বিশ্বকাপ একাদশে সাকিব
-
অস্ট্রেলিয়ান কোচের হাত ধরে ইংল্যান্ডের বিশ্বজয়
-
ওভারথ্রোয়ে ইংল্যান্ডকে ৬ রান দেওয়ার সিদ্ধান্ত ভুল: টাফেল
-
সতীর্থরা আস্থা রাখায় খুশি আর্চার
-
ওয়ানডে ইতিহাসের সেরা ম্যাচ?
-
আফগানিস্তান ‘এ’ দলের কাছে সিরিজ হারল ইমরুলরা
-
স্টোকসের যে ডাইভ ইংল্যান্ডকে নিল ট্রফির কাছে
-
বাউন্ডারি সংখ্যায় ট্রফির নিষ্পত্তি কতটা যৌক্তিক?
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- নোয়াখালীতে ফের গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মামলা
- শ্বাসরুদ্ধকর ফাইনালে বার্সাকে হারিয়ে বিলবাওয়ের উৎসব
- তাৎক্ষণিক সিদ্ধান্তে তামিমের ডেপুটি
- করোনাভাইরাস: সাড়ে আট মাসের সর্বনিম্ন রোগী শনাক্ত
- সিদ্ধান্তের ভার মেসির ওপর ছাড়লেন কোচ
- স্পেনে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার
- দলবেঁধে ধর্ষণ করিয়েছে স্বামী, অভিযোগ নারীর
- তামিম-সাকিবদের জার্সিতে স্বাধীনতার স্মারক
- ১২ মাসের বেতন না দিলে পরিষদ বাতিল: তাজুল
- ইউভেন্তুসকে উড়িয়ে দিল ইন্টার