মাশরাফিকে নিয়ে সংশয় নেই ওয়ালশের

রানিং-স্ট্রেচিং হলো। ফিল্ডিং অনুশীলনও সেরে নিলেন। পরে আরেক দফা রানিং করলেন মাশরাফি বিন মুর্তজা। এরপর বোলিং সেশন। টনটনে শুক্রবার অনুশীলনে বাংলাদেশ অধিনায়কের ঘাম ঝরানো দেখলেন কোর্টনি ওয়ালশ। দেখে আসছেন গত তিন বছর ধরেই। তাকে নিয়ে তাই কোনো সংশয় নেই বাংলাদেশের বোলিং কোচের, অধিনায়কের ওপর আস্থা রাখছেন পুরোপুরি।

ক্রীড়া প্রতিবেদক টনটন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2019, 05:31 PM
Updated : 14 June 2019, 05:31 PM

এবারের বিশ্বকাপে এখনও নিজের মানে সেরা পারফরম্যান্স দেখাতে পারেননি মাশরাফি। প্রথম দুই ম্যাচে ছিলেন উইকেটশূন্য। তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের রান জোয়ারের মাঝেও প্রথম ৯ ওভারে দারুণ বোলিং করেছেন। তবে শেষ ওভারে ছিলেন খরুচে।

যদিও ক্যারিয়ার জুড়েই বল হাতে দারুণ ধারাবাহিক মাশরাফি, পারফর্ম করেছেন বিশ্বকাপের আগের টুর্নামেন্টেও। এরপরও বিশ্বকাপে অধিনায়কের এমন পারফরম্যান্সে দলে তার জায়গা নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ। তবে সেই প্রশ্নের অবকাশ দেখছেন না বোলিং কোচ।

“এটা খুবই অপ্রয়োজনীয় (প্রশ্ন তোলা)। আমরা সবাই জানি মাশরাফি দারুণ লড়াকু। ওর খানিকটা চোট সমস্যা আছে, শতভাগ ফিট নয় এখনও। তবে অধিনায়ক হিসেবে সে সবসময়ই সামনে থেকে নেতৃত্ব দিতে চায়। এর মধ্যেও ভালো স্পেল সে করেছে। ওর দেখভাল খুব ভালোভাবে করতে হবে আমাদের। সামনে থেকে দেশকে নেতৃত্ব দিতে সে দৃঢ়প্রতিজ্ঞ। এখনই প্রশ্ন তোলার সময় হয়নি।”

“সমর্থকেরা অবশ্যই সবসময় শুধু জয় চায়। আমরা টানা দুটি ম্যাচ হেরেছি, একটি ভেসে গেছে বৃষ্টিতে। কয়েকটি জয় পেলেই তারা দেখবে দলের গভীরতা কতটা। ম্যাশ দুই দিন বিশ্রাম পেয়েছে। আশা করি শারীরিকভাবে ভালো অবস্থায় থাকবে এখন।”

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ থেকে হ্যামস্ট্রিংয়ে টান নিয়ে খেলছেন মাশরাফি। ওই টুর্নামেন্টের প্রাথমিক পর্বে খেলেছেন ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে টান নিয়ে। ফাইনালে টান লাগে বাঁ পাঁয়ের হ্যামস্ট্রিংয়ে। সেটিই ভোগাচ্ছে এখনও।