ধারাভাষ্যকারদের বক্তব্যে নিরপেক্ষতা চায় আইসিসি

বিশ্বকাপে ধারাভাষ্যকাররা তাদের পর্যবেক্ষণে নিরপেক্ষতা বজায় রাখবেন বলে আশা করছে আইসিসি। গত সপ্তাহে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ সরাসরি সম্প্রচারে আম্পায়ারদের সমালোচনা করা মাইকেল হোল্ডিংয়ের ওপর কোনো রকমের বিধি-নিষেধ আরোপ করা হয়নি বলে দাবি করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2019, 02:45 PM
Updated : 13 June 2019, 02:45 PM

নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস চলাকালে ধারাভাষ্যে থাকা ৬৫ বছর বয়সী হোল্ডিং মাঠের দুই আম্পায়ারের আম্পায়ারিং ‘জঘন্য’ বলে সমালোচনা করেন।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, এ ঘটনার পর আইসিসির প্রোডাকশন পার্টনারের পক্ষ থেকে এক চিঠিতে সরাসরি সম্প্রচারের সময়ে হোল্ডিংকে কঠোর ভাষায় সমালোচনা না করতে অনুরোধ করা হয়। এর জবাবে ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার হোল্ডিং বলেন, আসলে তিনি ওভাবে বলতে চাননি।

নাম প্রকাশে অনিচ্ছুক আইসিসির এক সূত্র রয়টার্সকে জানান, “কারো উপর বিধি-নিষেধ আরোপ করার কোনো ইচ্ছা আমাদের নেই।”

“আমরা তাদের শুধু নিজেদের মন্তব্যে নিরপেক্ষ থাকতে অনুরোধ করেছি। আমরা ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি চাই, সেজন্যই ধারাভাষ্যে আমরা সাবেক খেলোয়াড়দের যুক্ত করেছি।”

বিষয়টি মিটে গেছে এবং হোল্ডিং টুর্নামেন্টে ধারাভাষ্য দেওয়া চালিয়ে যাবেন বলেও জানায় ঐ সূত্র।