আরব আমিরাতের স্মৃতি ‘তাড়া করছে না’ পাকিস্তানকে

বিশ্বকাপ শুরুর মাস দুয়েক আগে অস্ট্রেলিয়ার কাছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশড হওয়ার স্মৃতি পাকিস্তানকে তাড়া করে ফিরছে না বলে দাবি করলেন অধিনায়ক সরফরাজ আহমেদ। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে আসছে ম্যাচে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2019, 05:01 PM
Updated : 11 June 2019, 05:01 PM

গত মার্চে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানকে ৫-০ ব্যবধানে হারানোর পর স্বাগতিক ভারতের বিপক্ষে প্রথম দুই ম্যাচে হেরে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ এ সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। বিশ্ব সেরার মুকুট ধরে রাখার অভিযানে প্রথম দুই ম্যাচ জিতে বিশ্বকাপে শুরুটাও ভালো করেছে অ্যারন ফিঞ্চের দল।
 
কাউন্টি গ্রাউন্ড টনটনে বুধবার বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় শুরু হবে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যে ম্যাচটি। আগের দিন সংবাদ সম্মেলনে সরফরাজ জানান, অস্ট্রেলিয়ার কাছে হারের ওই স্মৃতি এখন অতীত।
 
“আমার মতে, সেটা এখন অতীত। আমরা তা নিয়ে ভাবছি না। আসলে আমরা আগামীকালের (বুধবারের) ম্যাচ নিয়ে ভাবছি।”
 
“আমাদের আত্মবিশ্বাস এখনও অনেক উঁচুতে। আমরা একটা মোমেন্টাম পেয়েছি। আশা করি, আগামীকাল তাদের বিপক্ষে আমরা খুব ভালো করব।”
 
হারের বৃত্তে থেকে বিশ্বকাপে আসা পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছেও হেরে বসে। তবে পরের ম্যাচে আসরের অন্যতম ফেভারিট ইংল্যান্ডকে ১৪ রানে হারিয়ে দেয় ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ীরা। গত মে মাসে এই ইংল্যান্ডের কাছেই ৪-০ ব্যবধানে সিরিজ হেরেছিল তারা।
 
গত শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে তাদের তৃতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে আছে পাকিস্তান। তাদের সামনের ম্যাচেও বৃষ্টির বাগড়া দেওয়ার শঙ্কা আছে।
 
“প্রথমত, আমরা আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারি না...তবে ম্যাচ যদি ছোট হয়ে যায় তাহলে নিশ্চিতভাবেই পরিকল্পনা পাল্টাবে।"