ছোট মাঠে উইন্ডিজের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ দেখছেন মাশরাফি

বৃষ্টিতে ব্রিস্টলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ ভেসে যাওয়ার পর মাশরাফি বিন মুর্তজার নজর পরের লড়াইয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের ভেন্যুর আকৃতির জন্য কঠিন চ্যালেঞ্জ দেখছেন বাংলাদেশ অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2019, 02:25 PM
Updated : 11 June 2019, 02:25 PM

আগামী সোমবার কাউন্টি গ্রাউন্ড টনটনে জেসন হোল্ডারের দলের মুখোমুখি হবে বাংলাদেশ। মঙ্গলবার ব্রিস্টলে বিরূপ আবহাওয়ায় ম্যাচ পরিত্যক্ত হয়ে যাওয়ার পর মাশরাফি জানান, টানা দুই হারের পর বৃষ্টিতে একটি পয়েন্ট হারানোয় তাদের সামনে এখন কঠিন লড়াই।

“সব দলের জন্যই মাঠে এসে খেলতে না পারা হতাশাজনক।”

“টনটন, হ্যাঁ, খুব ছোট মাঠ। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটা সহজ হবে না। তবে আমাদের খুব ভালো খেলার কোনো বিকল্প নেই।… আমাদের জয়ের কোনো বিকল্প নেই।”

চার ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সাত নম্বরে আছে বাংলাদেশ। তিন ম্যাচে সমান পয়েন্ট নিয়ে ঠিক ওপরে রয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।