চোটে পড়ায় পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়া দলে নেই স্টয়নিস

সাইড স্ট্রেইনের জন্য বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার পরের ম্যাচে খেলতে পারবেন না অলরাউন্ডার মার্কাস স্টয়নিস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2019, 01:04 PM
Updated : 11 June 2019, 01:04 PM

বাংলাদেশ সময় বুধবার বেলা সাড়ে তিনটায় পাকিস্তানের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। আগেরদিন দলটির অধিনায়ক অ্যারন ফিঞ্চ সংবাদ সম্মেলনে বলেন, “মার্কাস স্টয়নিসকে সাইড স্ট্রেইন ভোগাচ্ছে। আগামীকাল সে খেলতে পারবে না।”
 
টুর্নামেন্টে এখন পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়নদের খেলা তিনটি ম্যাচেই একাদশে ছিলেন স্টয়নিস। রোববার ওভালে ভারতের বিপক্ষে ম্যাচে চোট পান তিনি।
 
স্টয়নিসের ব্যাক-আপ হিসেবে উড়িয়ে আনা হচ্ছে আরেক অলরাউন্ডার মিচেল মার্শকে। তবে চূড়ান্তভাবে স্টয়নিসের পরিবর্তে মার্শকে ১৫ সদস্যের দলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিতে অপেক্ষা করছে অস্ট্রেলিয়া।
 
“সতর্কতা হিসেবে মিচেল মার্শকে উড়িয়ে আনা হচ্ছে। শুক্রবার অস্ট্রেলিয়া ‘এ’ দলের সঙ্গে তার আসার কথা ছিল।”
 
“সতর্কতার অংশ হিসেবে সে কয়েকটা দিন আগেই আসছে, যদি স্টয়নিস যথেষ্ট দ্রুত সেরে না ওঠে।”
 
ভারতের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে ৭ ওভারে ৬২ রানে দুটি উইকেট নেন স্টয়নিস। পরে ব্যাট হাতে ফেরেন শূন্য হাতে। বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে হারায় অস্ট্রেলিয়া।