খুনে ইনিংসে নায়ক রয়

প্রথম ম্যাচে আশা জাগিয়েও বড় করতে পারেননি ইনিংস। পরের ম্যাচে পারেননি থিতু হতে। তৃতীয় ম্যাচে স্বরূপে জ্বলে উঠলেন জেসন রয়। দাপুটে ব্যাটিং তুলে নিলেন সেঞ্চুরি। জিতলেন ম্যাচ সেরার পুরস্কার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2019, 06:44 PM
Updated : 8 June 2019, 06:44 PM

কার্ডিফে বাংলাদেশের বিপক্ষে ১০৬ রানের জয়ের মূল নায়ক রয়। ১২১ বলে ১৪ চার ও পাঁচ ছক্কায় খেলেন ১৫৩ রানের বিস্ফোরক ইনিংস। বিশ্বকাপে কোনো ইংলিশ ব্যাটসম্যানের এর চেয়ে বড় ইনিংস আছে কেবল একটি।

২০১৫ সালে ওয়ানডেতে অভিষেক হয় দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া মারকুটে এই ওপেনারের। অভিষেকের পর থেকে ইংল্যান্ডের হয়ে এই সংস্করণে সবচেয়ে বেশি নয়বার ম্যাচ সেরার পুরস্কার জিতলেন রয়। তার পেছনে থাকা জস বাটলার জিতেছেন সাতবার।

সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার বিপক্ষে শুরুতে একটু সাবধানী ছিলেন রয়। পরে দুই জনকেই দুটি করে বাউন্ডারি হাঁকিয়ে ডানা মেলেন। এরপর আর পেছনে তাকাতে হয়নি। খুনে মেজাজের ব্যাটিংয়ে দলকে গড়ে দেন বড় সংগ্রহের ভিত।

পরের ব্যাটসম্যানরা এটা কাজে লাগিয়ে বাংলাদেশের জন্য লক্ষ্যটা নিয়ে যান প্রায় ধরা ছোঁয়ার বাইরে। ম্যাচের ফল নিয়ে সংশয় মোটামুটি শেষ হয়ে যায় প্রথম ইনিংসের পরই।