মাশরাফির আশা ছন্দ ধরে রাখবেন সাকিব

বিশ্বকাপটা দারুণ কাটছে সাকিব আল হাসানের। ব্যাটিংয়ে এই মুহূর্তে আছেন রান সংগ্রাহকদের তালিকার শীর্ষে। ইংল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে করেছেন দারুণ এক সেঞ্চুরি। মাশরাফি বিন মুর্তজার আশা, এই অলরাউন্ডার ধরে রাখবেন ছন্দটা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2019, 06:24 PM
Updated : 8 June 2019, 08:59 PM

সাকিবের লড়াইয়ের পরও কার্ডিফে ইংল্যান্ডের কাছে ১০৬ রানে হেরেছে বাংলাদেশ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে সাকিবের কাছ থেকে এমন পারফরম্যান্স আরও আশা করার কথা জানালেন মাশরফি। 

“সাকিব প্রথম ম্যাচ থেকে আমাদের জন্য ভালো করছে। তিন নম্বরে ব্যাটিং করছে, বোলিংয়ে অবদান রাখছে। আশা করি, এটা ধরে রাখবে।”

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে করেছিলেন ৭৫ রান। পরের ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে তার ব্যাট থেকে আসে ৬৪ রান। এবার ১১৯ বলে খেললেন ১২১ রানের ইনিংস। তিন নম্বরে নেমে যা ওয়ানডেতে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ। বিশ্বকাপেও এটি বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ।

এবারের আসরে এখন পর্যন্ত তিন উইকেট পেয়েছেন সাকিব। তিন ম্যাচে করেছেন সব মিলিয়ে ২৬০ রান।