বসে বসে সমালোচনা করা খুবই সহজ: মাশরাফি

গত ম্যাচে রান আউটের সুযোগ হাতছাড়া করার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার তীর ছুটছে মুশফিকুর রহিমের দিকে। মাশরাফি মুর্তজা কিংবা অন্য কয়েকজনও পার পাচ্ছেন না। তবে অধিনায়ক জানালেন, বাইরের সমালোচনায় তারা কান দিচ্ছেন না, গোটা দল আছে মুশফিকের পাশে।

ক্রীড়া প্রতিবেদক কার্ডিফ থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2019, 04:47 PM
Updated : 7 June 2019, 04:48 PM

নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচে কেন উইলিয়ামসনকে রান আউট করতে গিয়ে মুহূর্তের ভুলে গড়বড় করে বসেন মুশফিক। কিউই অধিনায়ক পরে রস টেইলের সঙ্গে শতরানের জুটিতে দলকে এগিয়ে নেন জয়ের পথে। শেষ দিকে বাংলাদেশ দারুণভাবে ম্যাচে ফিরলেও শেষ পর্যন্ত জিততে পারেনি।

সেই ম্যাচে ভালো করতে পারেননি মাশরাফি নিজেও। বাংলাদেশ অধিনায়ক উইকেট পাননি প্রথম ম্যাচেও। দুই পায়েই হ্যামস্ট্রিংয়ের টান বেশ ভোগাচ্ছে তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কোনো সমর্থক সমালোচনাও করছেন ক্রিকেটারদের। সেসব সমালোচনার সামনে দলের ঢাল হয়ে দাঁড়ালেন অধিনায়ক। জানালেন, নিজেদের মতো করেই স্বাভাবিক আছে দল।

“মুশফিক পুরোপুরি ঠিক আছে। নরম্যাল না থাকার কারণ নেই। যারা কাজ করে, তাদের সমালোচনা হবে, খুবই স্বাভাবিক। বসে বসে সমালোচনা করা খুবই সহজ। দল থেকে সমর্থন সবাই সবাইকে করছে।”

“শুধু মুশফিক নয়, আমিও এখনও আমার সেরাটা করতে পারিনি। আরও অনেকে নিজের সেরাটা দিতে পারেনি। এটা ক্রিকেটে হয়ই, নরম্যাল ব্যাপার। যারা নরম্যালি নিতে পারছে না, তরা এসব বলছে। খুবই স্বাভাবিক। তবে মুশফিক এখনও ভালো আছে।”