বাংলাদেশের স্পিন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রয়-বেয়ারস্টো

শুরুটা করেছিলেন ফাফ দু প্লেসি। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওভারে আক্রমণে এনেছিলেন ইমরান তাহিরকে। অভিজ্ঞ এই স্পিনার তৃতীয় ওভারে ভেঙেছিলেন শুরুর জুটি। পরের ম্যাচে পাকিস্তানের স্পিনার শাদাব খান তৃতীয় ওভারে ভাঙেন উদ্বোধনী জুটি। ওয়েন মর্গ্যান জানান, বাংলাদেশ যদি এমন পরিকল্পনা করে তার জন্য প্রস্তুত থাকবেন জেসন রয় ও জনি বেয়ারস্টো।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2019, 03:15 PM
Updated : 7 June 2019, 03:25 PM

কার্ডিফে শনিবার নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ইংল্যান্ড। এর আগের দিন সংবাদ সম্মেলনে মর্গ্যান জানান, শুরুতে স্পিন সামলানোর চ্যালেঞ্জে জিততে উন্মুখ রয় ও বেয়ারস্টো।

“আমার মনে হয়, এটা হবে ওদের সামনে আরেকটা চ্যালেঞ্জ। আমি নিশ্চিত ওরা ভালো শুরু করবে। এটা অন্য যে কোনো কিছুর মতোই, বল যখন সুইং করে তখন যেমন হয়, এটাও তেমনই একটা নতুন চ্যালেঞ্জ।”

দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান ইংলিশদের শুরুর জুটি ভেঙেছিল লেগ স্পিন দিয়ে। বাংলাদেশ দলে কোনো লেগ স্পিনার নেই। তবে অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ প্রায়ই হাতে পান নতুন বল। মর্গ্যান নিশ্চিত, ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ শুরু করবে স্পিন দিয়ে।

“রহস্যময় স্পিন, ওদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ। বাংলাদেশ স্পিন দিয়ে শুরু করবে, অবশ্যই।”