বাংলাদেশের বিপক্ষে হার অঘটন নয়: প্লানকেট

চলতি বিশ্বকাপে বাংলাদেশকে ছোট দল হিসেবে দেখছেন না লিয়াম প্লানকেট। ইংলিশ পেসারের মতে, এই টুর্নামেন্টে বাংলাদেশের কাছে হার কোনো অঘটন বলে বিবেচিত হতে পারে না।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2019, 10:56 AM
Updated : 7 June 2019, 10:56 AM

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারায় বাংলাদেশ। পরের ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে লড়াই করে হারে ২ উইকেটে।

শনিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় আসরে নিজেদের তৃতীয় ম্যাচে মাশরাফি বিন মুর্তজার দলের মুখোমুখি হবে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৪ রানের বড় জয়ে টুর্নামেন্ট শুরু করা স্বাগতিকরা পরের ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছে ১৪ রানে। বিশ্বকাপের আগের দুই আসরেই বাংলাদেশের কাছে হারের অভিজ্ঞতা আছে ইংলিশদের। এখন বাংলাদেশের বিপক্ষে হার অপ্রত্যাশিত নয় বলে সংবাদ সম্মেলনে জানান প্লানকেট।

“আমরা দেখলাম বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে হারাল। আর এটা কোনো অঘটন নয়। অনেক আগে যখন তারা ইংল্যান্ডকে হারিয়েছিল, তা আমার মনে আছে, সেটা ছিল অঘটন।”

“সত্যিকার অর্থে এই প্রতিযোগিতায় কোনো হারই অঘটন নয়। তারা একটা শক্তিশালী দল।”