অন্তত ‘২০ রান কম করেছে’ বাংলাদেশ

নিউ জিল্যান্ডের বিপক্ষে হারের জন্য ব্যাটসম্যানদের থিতু হয়েও ইনিংস বড় করতে না পারার দায় দেখছেন মাশরাফি বিন মুর্তজা। অধিনায়ক মনে করেন, ২০ থেকে ৩০ রান কম করেছে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2019, 09:59 PM
Updated : 5 June 2019, 09:59 PM

লন্ডনের দা ওভালে ২৪৪ রানে অলআউট হয়ে ২ উইকেটে হেরেছে মাশরাফির দল। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক জানান, উইকেট ভালো ছিল, আরও বেশি রান তোলা সম্ভব ছিল।

“আমরা ২০-৩০ রান কম করেছি। আউট ফিল্ড একটু মন্থর ছিল। আমার মনে হয়, থিতু হওয়ার পর আমরা অনেক উইকেট হারিয়েছি।” 

এক সময়ে সহজ জয়ের পথে এগিয়ে যাচ্ছিল নিউ জিল্যান্ড। সেখান থেকে যেভাবে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছিল তার জন্য সতীর্থদের প্রশংসা করেছেন মাশরাফি।

“ম্যাচে থাকতে আমাদের উইকেট নিতেই হতো। আমরা সেই চেষ্টাই করেছি। তবে জয়ের জন্য ওদের (নিউ জিল্যান্ড) কৃতিত্ব দিতেই হবে।”

নিউ জিল্যান্ডের বিপক্ষে হার ভুলে এখন সামনে তাকাতে চান অধিনায়ক।

“আমাদের এখনও সাতটা ম্যাচ রয়েছে। আমরা একটা-একটা ম্যাচ করে এগোবো। আশা করি সামনের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াতে পারবো।” 

নিজেদের তৃতীয় ম্যাচে আগামী শনিবার কার্ডিফে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।