লঙ্কানদের দিশা দেখালেন প্রদিপ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jun 2019 02:11 AM BdST Updated: 05 Jun 2019 02:11 AM BdST
জিততে ভুলে যাওয়া শ্রীলঙ্কাকে বিশ্বকাপের আগে কক্ষপথে ফিরিয়েছিলেন নুয়ান প্রদিপ। স্কটল্যান্ডের বিপক্ষে চার উইকেট নিয়ে দলের পরাজয়ের বৃত্ত ভাঙায় রেখেছিলেন সবচেয়ে বড় অবদান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে প্রথম ম্যাচে ছিলেন দর্শক হয়ে। আফগানিস্তানের বিপক্ষে সুযোগ পেয়ে আবারও দেখালেন পথ, দলকে এনে দিলেন আসরে প্রথম জয়।
কার্ডিফ ওয়েলস স্টেডিয়ামে মঙ্গলবার ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৩৪ রানে জিতেছে শ্রীলঙ্কা। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৩১ রানে ৪ উইকেট নিয়ে তাতে সবচেয়ে বড় অবদান রেখে প্রদিপ জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
বিশ্বকাপে দলে ডাক পাওয়ার সময় ওয়ানডেতে একবারও চার উইকেট ছিল না প্রদিপের। স্কটল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো পান চার উইকেট। ৩৪ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৪১ ওভারে ১৮৭ রানের লক্ষ্য পেয়েছিল আফগানিস্তান। রান তাড়ায় শুরু থেকে বোলারদের ওপর চড়াও হয়েছিলেন হজরতউল্লাহ জাজাই। বিস্ফোরক বাঁহাতি ওপেনারকে ফিরিয়ে প্রথম উইকেট পান প্রদিপ।
বেশিক্ষণ টিকতে দেননি হাশমতউল্লাহ শাহিদিকে। বাড়তি বাউন্সে কট বিহাইন্ড করে ফেরান এই মিডল অর্ডার ব্যাটসম্যানকে। বিপজ্জনক হয়ে উঠছিল নাজিবউল্লাহ জাদরানের সঙ্গে গুলবাদিন নাইবের জুটি। দারুণ এক ডেলিভারিতে অধিনায়ক নাইবকে এলবিডব্লিউ করে আফগানদের প্রতিরোধ ভাঙেন প্রদিপ। পরে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করে দেন রশিদ খানকে।
প্রদিপের উজ্জ্বল পারফরম্যান্সে পরাজয়ের চোখ রাঙানি এড়িয়ে স্বস্তির জয় পেল শ্রীলঙ্কা। ৩২ বছর বয়সী এই ডানহাতি পেসার নিজের সবশেষ দুই ম্যাচে নিলেন চার উইকেট করে। জিতলেন ম্যাচ সেরার পুরস্কার।
-
আইসিসির বিশ্বকাপ একাদশে সাকিব
-
অস্ট্রেলিয়ান কোচের হাত ধরে ইংল্যান্ডের বিশ্বজয়
-
ওভারথ্রোয়ে ইংল্যান্ডকে ৬ রান দেওয়ার সিদ্ধান্ত ভুল: টাফেল
-
সতীর্থরা আস্থা রাখায় খুশি আর্চার
-
ওয়ানডে ইতিহাসের সেরা ম্যাচ?
-
আফগানিস্তান ‘এ’ দলের কাছে সিরিজ হারল ইমরুলরা
-
স্টোকসের যে ডাইভ ইংল্যান্ডকে নিল ট্রফির কাছে
-
বাউন্ডারি সংখ্যায় ট্রফির নিষ্পত্তি কতটা যৌক্তিক?
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ‘মাদারীপুর এত কাছে!’
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই