সাকিবের স্পিন সামলাতে নিউ জিল্যান্ডের প্রস্তুতি

মাঝের ওভারগুলোতে সবচেয়ে বড় হুমকি হতে পারেন সাকিব আল হাসান। তাই বাঁহাতি স্পিনারকে সামলাতে বাড়তি প্রস্তুতি নিয়েছে নিউ জিল্যান্ড। টম ল্যাথাম জানান, বিশ্বকাপ দলে না থাকা স্বদেশের বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেলকে নেটে খেলেছেন ব্যাটসম্যানরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2019, 04:29 PM
Updated : 4 June 2019, 04:29 PM

লন্ডনের দা ওভালে বুধবার বাংলাদেশের মুখোমুখি হবে নিউ জিল্যান্ড। এর আগের দিন সংবাদ সম্মেলনে ল্যাথাম জানান, সাকিবকে ভালোভাবে সামলাতে যতোটা সম্ভব ভালো প্রস্তুতি নিয়েছেন তারা।

“আমাদের নেটে এজাজ ছিল। আপনি জানেন, এটা খুব গুরুত্বপূর্ণ যখন আপনি ম্যাচ বোলারের অনুরূপ বোলার নেটে পাবেন। আমরা জানি সাকিব কোন ধরনের বোলার। অনেক লম্বা সময় ধরে বিশ্বজুড়ে সে সাফল্য পেয়েছে। সে নিউ জিল্যান্ডে সবশেষ সিরিজে ছিল না।” 

ভারতে জন্ম নেওয়া নিউ জিল্যান্ডের স্পিনার এজাজ দেশের হয়ে খেলেছেন পাঁচটি টেস্ট ও দুটি টি-টোয়েন্টি। ল্যাথামের বিশ্বাস নেটে তাকে সামলানোর অভিজ্ঞতা কাজে লাগবে ম্যাচে। 

“আমি মনে করি বাঁহাতি স্পিনারকে খেলে অভ্যস্ত হওয়া গুরুত্বপূর্ণ। আমরা আগামীকাল (বুধবার) সাকিবকে সামলানোর চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার দিকে তাকিয়ে আছি।”

নিউ জিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সফলতম বোলার সাকিব। এ পর্যন্ত ২১ ম্যাচে ২৫.৭৪ গড়ে নিয়েছেন ৩৫ উইকেট। চার উইকেট নিয়েছেন তিনবার। সেরা ৪/৩৩।