সৌম্যর ১০-২০ রানও ‘দলের জন্য’
ক্রীড়া প্রতিবেদক, লন্ডন থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jun 2019 09:39 PM BdST Updated: 04 Jun 2019 10:45 PM BdST
ইনিংসের আকার খুব বড় ছিল না, বেশি ছিল না স্থায়ীত্ব। কিন্তু গুরুত্বে বিশাল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের জয়ের ভিত গড়া হয়েছিল সৌম্য সরকারের স্ট্রোকের দ্যুতিতে। ইনিংস বড় না করতে পারা নিয়ে আক্ষেপ থাকলেও তাই দিন শেষে বাঁহাতি ওপেনার ছিলেন খুশি। প্রতিটি রানই যে কাজে লাগাতে চান তিনি দলের জয়ে।
প্রথম ম্যাচে বাংলাদেশকে গতি ও বাউন্সে নাকাল করতে চেয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু ইটের জবাব পাটকেলে দেওয়ার শুরু সৌম্যর ব্যাটে। দুর্দান্ত সব শটে ভণ্ডুল করে দেন প্রোটিয়া পেসারদের পরিকল্পনা। ৪২ রানের ইনিংস, কিন্তু স্ট্রাইক রেট ১৪২। একের পর একে বাউন্ডারিতে দেওয়া হয়ে যায় পাল্টা জবাব।
জবাব দেওয়ার তাড়না যদিও সৌম্যর ছিল না। তার ব্যাটিংয়ের ধরনটাই এমন যে সফল হলে গুঁড়িয়ে যায় প্রতিপক্ষ! বাঁহাতি ওপেনার শোনেন কেবল নিজের মনের ডাক। ইনিংস ছোট হোক বা বড়, সেটিই যেন কাজে লাগে দলের।
“আমি আমার মতোই খেলার চেষ্টা করি। হয়তো অনেক দিন দ্রুত হয়। অনেক দিন বড় হয়। যতটুকু সময় থাকি, চেষ্টা করি দলকে ভালো শুরু এনে দিতে। যতটুকু রানই করি না কেন, ১০ হোক বা ২০ কিংবা সেঞ্চুরি, পুরোটাই দলের যেন কাজে লাগে। আমার ব্যক্তিগত পরিকল্পনা থাকে না।”
“অন্য দলকে চাপে খেলার কথা আমি ভাবিও না। আমি নিজের খেলাই খেলি। তার মধ্যে যদি ভালো কিছু হয়, নিজের জায়গায় বল পেলে যেন কাজে লাগাতে পারি, সেটাই আমার চাওয়া থাকে।”
-
আইসিসির বিশ্বকাপ একাদশে সাকিব
-
অস্ট্রেলিয়ান কোচের হাত ধরে ইংল্যান্ডের বিশ্বজয়
-
ওভারথ্রোয়ে ইংল্যান্ডকে ৬ রান দেওয়ার সিদ্ধান্ত ভুল: টাফেল
-
সতীর্থরা আস্থা রাখায় খুশি আর্চার
-
ওয়ানডে ইতিহাসের সেরা ম্যাচ?
-
আফগানিস্তান ‘এ’ দলের কাছে সিরিজ হারল ইমরুলরা
-
স্টোকসের যে ডাইভ ইংল্যান্ডকে নিল ট্রফির কাছে
-
বাউন্ডারি সংখ্যায় ট্রফির নিষ্পত্তি কতটা যৌক্তিক?
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- সিটির হোঁচটে লিভারপুলের আশার পালে দোলা
- 'ভয়ঙ্কর' কাদিসে পারল না রিয়াল
- ‘অস্ট্রেলিয়া হারাল আরেক নায়ককে’
- শ্রীলংকায় ফের সংগঠিত হচ্ছে তামিল টাইগাররা, গোয়েন্দাদের সতর্কবার্তা
- মেসি-এমবাপের নৈপুণ্যে পিএসজির বড় জয়
- সাকিব যা পারলেন, নাঈমদের যা পারতে হবে
- পি কে হালদারের জের টানছে সেই প্রতিষ্ঠানগুলো
- সড়ক দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যু
- তাজমহলের সেই বন্ধ কক্ষগুলোর রহস্য কী?
- পাওয়ারকে নিয়ে আপত্তিকর পোস্ট, বিজেপি নেতাকে চড় মারলেন এনসিপি কর্মী