একই একাদশ নিয়ে বাংলাদেশের বিপক্ষে নিউ জিল্যান্ড

চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠেননি টিম সাউদি। তার জায়গায় সুযোগ পাওয়া ম্যাট হেনরি দারুণ বোলিং করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে। তাই একাদশে পরিবর্তন আনছে না নিউ জিল্যান্ড। বাংলাদেশ ম্যাচের আগের দিন কিপার টম ল্যাথাম জানিয়ে দিলেন, একই একাদশ নিয়ে নামবেন তারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2019, 02:35 PM
Updated : 4 June 2019, 02:35 PM

লন্ডনের দা ওভালে বুধবার বাংলাদেশের মুখোমুখি হবে নিউ জিল্যান্ড। এর আগের দিন সংবাদ সম্মেলনে ল্যাথামের কাছে জানতে চাওয়া হয়েছিল, ১৩ জনের দল ঠিক হয়েছে কী না। উত্তরে একাদশই জানিয়ে দিলেন কিপার-ব্যাটসম্যান।

“আমরা একই একাদশ নিয়ে খেলতে যাচ্ছি। আমরা শেষ ম্যাচ যেভাবে খেলেছি তাতে দলের সবার আত্মবিশ্বাস খুব ভালো। বোলাররা যেভাবে শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের প্রথম বল থেকে চ্যালেঞ্জ করেছে তা দারুণ। আশা করি, তারা আগামীকাল (বুধবার) এর পুনরাবৃত্তির দিকে তাকিয়ে আছে।”

কার্ডিফে শ্রীলঙ্কাকে ১৩৬ রানে থামিয়ে ১০ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে নিউ জিল্যান্ড। সেই ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন হেনরি। সাউদি ফিরলে হয়তো এরপরও জায়গা হারাতেন তিনি। তবে অভিজ্ঞ পেসার সেরে না ওঠায় আরেকটি সুযোগ পেলেন হেনরি।

নিউ জিল্যান্ডের সম্ভাব্য একাদশ: মার্টিন গাপটিল, কলিন মানরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, টম ল্যাথাম (উইকেটরক্ষক), জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।