আর্চার-রয় আর সরফরাজের শাস্তি

পাকিস্তানের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে আচরণগত কারণ শাস্তি পেয়েছেন ইংল্যান্ডের দুই ক্রিকেটার জেসন রয় ও জফরা আর্চার। মন্থর ওভার রেটের জন্য শাস্তি হয়েছে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদের। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2019, 10:02 AM
Updated : 4 June 2019, 10:02 AM

পাকিস্তান ইনিংসের ১৪তম ওভারে একটি মিস ফিল্ডিংয়ে পর অশ্লীল শব্দ উচ্চারণ করেন রয়, যা পরিষ্কারভাবে শুনতে পান আম্পায়ার। এই ঘটনায় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে রয়কে।
 
আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানানোয় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে আর্চারকে। ২৮তম ওভারে একটি বাউন্সারে আম্পায়ার ওয়াইড ডাকলে সুস্পষ্ট অসন্তোষ জানিয়েছিলেন এই পেসার। 
 
রয় ও আর্চারের নামের পাশে যুক্ত হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট।  
 
নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে সোমবার ১৪ রানে জেতা ম্যাচে একটি ওভার নির্ধারিত সময়ের পরে হয়েছে পাকিস্তানের। তাই অধিনায়ক সরফরাজকে ম্যাচ ফির ২০ শতাংশ ও দলের অন্য ক্রিকেটারদের ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। 
 
রয়, আর্চার ও সরফরাজ তাদের বিরুদ্ধে তোলা অভিযোগ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।