দক্ষিণ আফ্রিকার আর ভুলের সুযোগ নেই: ক্যালিস

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার আর ভুল করার কোনো সুযোগ নেই বলে মনে করেন জ্যাক ক্যালিস। শেষ চারে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে প্রোটিয়াদের বাকি ম্যাচগুলোর প্রায় সবই জিততে হবে বলেও মত সাবেক এই অলরাউন্ডারের। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2019, 01:08 PM
Updated : 3 June 2019, 01:08 PM

আসরের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের কাছে ১০৪ রানের বড় ব্যবধানে হারে ফাফ দু প্লেসির দল। রোববার ওভালে নিজেদের পরের ম্যাচে বাংলাদেশের কাছে প্রোটিয়াদের হার ২১ রানে।
 
আইসিসির জন্য লেখা নিজের এক কলামে উত্তরসূরিদের নিয়ে কথা বলেন ক্যালিস।
 
“সেরা চারে থেকে শেষ করতে হলে আমি মনে করি, আপনার ছয়টা জয়ের দরকার হবে, খুব ভালো রান রেট থাকলে হয়তো পাঁচেও সম্ভব।”
 
“তাই দক্ষিণ আফ্রিকার সামনে থাকা প্রায় সব ম্যাচেই জয়ের দরকার। ভুলের কোনো সুযোগ নেই।”
 
বাংলাদেশের বিপক্ষে অধিনায়ক দু প্লেসির বিকল্প পরিকল্পনার অভাবের কথাও বলেন ক্যালিস।
 
“ম্যাচের একটা পরিকল্পনা থাকাটা দারুণ। কিন্তু যখন এটা কাজ করছে না তখন আপনার একটা বিকল্প পরিকল্পনাও থাকা দরকার। আমার উপলব্ধি হলো, পুরো ম্যাচে আমরা এক ধাপ পিছিয়ে ছিলাম। … আমাদের আরেকটু চালাক হওয়া দরকার ছিল।”