‘আপসেট’ শুনে অবাক মাশরাফি

মাশরাফি বিন মুর্তজার সংবাদ সম্মেলন তখন বেশ কিছুটা সময় ধরে চলছে। এক বিদেশি সাংবাদিকের প্রশ্নে ‘আপসেট’ শব্দটি শুনে ভ্রু কুঁচকে গেল বাংলাদেশ অধিনায়কের। ছুঁড়ে দিলেন পাল্টা প্রশ্ন, “আপনি বোঝাতে চাইছেন, এটা আপসেট ছিল?”

ক্রীড়া প্রতিবেদক লন্ডন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2019, 08:08 PM
Updated : 2 June 2019, 08:08 PM

বিশ্ব ক্রিকেটের শীর্ষ দলগুলিকে এখন অনেকটা নিয়মিতই হারায় বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে মাশরাফিরা। রোববার ওভালে ২১ রানের জয়ে ম্যাচের বেশিরভাগ জুড়েই নিয়ন্ত্রণে ছিল বাংলাদেশই। তাই অধিনায়কের বিস্ময়ের কারণ ছিল বৈকি।

তবে ওই সাংবাদিক তখনই নিজের প্রশ্ন আরও খোলাসা করে বললেন, “না, না, না, সেটা বোঝাতে চাইছি না। বলতে চাইছি, অতীতে আপনাদের এসব জয়কে আপসেট বলত অনেকে, এখন ধারণা বদলাবে?

এবার দৃঢ়কণ্ঠেই বাংলাদেশ অধিনায়ক শোনালানের নিজেদের এগিয়ে চলার বার্তা। জানালেন, চারপাশে না তাকিয়ে কেবল নিজেদের উন্নতির পথ ধরেই এগিয়ে যেতে চান তারা।

“অবশ্যই, শতভাগ উচিত (ধারনা বদলানো)। তবে ধারনা নির্ভর করে যার যার ওপর। কে কী ভাবছে, সেটা তো আমরা নিয়ন্ত্রণ করতে পারব না। আমরা নিজেদের কাজে মন দিচ্ছি। আমরা যেন সেরাটা দিতে পারি। আমরা জানতাম, বিশ্বকাপে কাজটা কঠিন হবে। তাই নিজেদের পরিকল্পনায় মন দিয়েছি।”

“লোকে যা বলবে, বলতে থাকুক। তাদের যদি আমাদের ভালো না লাগে, অনেক কথাই বলবে। আমাদের সেটা ভাবার প্রয়োজন নেই। নিজেদের কাজ করতে হবে। আমি নিশ্চিত, আমাদের ক্রিকেটের খুব বড় ভক্ত তেমন কেউ নেই। তাতে আমাদের কিছু করারও নেই। আমরা কেবল আমাদের খেলায় মন দিচ্ছি।”