নতুন উচ্চতায় সাকিব-মুশফিক জুটি
ক্রীড়া প্রতিবেদক, লন্ডন থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jun 2019 07:01 PM BdST Updated: 03 Jun 2019 01:18 AM BdST
দুজনের জুটি আগে থেকেই বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সেরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি দিয়ে সাকিব আল হাসান ও মুশফিকের রহিমের জুটি বাংলাদেশের ক্রিকেটে স্পর্শ করল নতুন উচ্চতা।
বিশ্বকাপে বাংলাদেশের উদ্বোধনী ম্যাচে রোববার ওভালে দুজনে গড়েছেন তৃতীয় উইকেটে ১৪২ রানের জুটি। বিশ্বকাপে যে কোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি এটি।
বিশ্বকাপে বাংলাদেশের আগের রেকর্ড জুটিতেও ছিলেন মুশফিক। সেবার তার সঙ্গী ছিলেন মাহমুদউল্লাহ। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ সেই জয়ের ম্যাচে দুজন মিলে গড়েছিলেন ১৪১ রানের জুটি।
বিশ্বকাপে বাংলাদেশের শতরানের জুটি আছে কেবল আর দুটি। সেই দুই জুটিও হয়েছে গত বিশ্বকাপেই। নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে ১৩৯ রানের জুটি গড়েছিলেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ। ক্যানবেরায় আফগানিস্তানের বিপক্ষে ১১৪ রানের জুটি গড়েছিলেন সাকিব ও মুশফিক।
এবারের জুটিতে আরেকটি জায়গাতেও এখন যৌথভাবে সবার ওপরে মুশফিক ও সাকিব জুটি। দুজনের এটি ছিল পঞ্চম শতরানের জুটি।
বাংলাদেশের হয়ে তাদের চেয়ে বেশি শতরানের জুটি নেই আর কারও।
মুশফিক ও তামিম ইকবাল মিলে একশ ছোঁয়া জুটি গড়েছেন ৫টি। তামিম ও সৌম্য সরকার জুটিও তিন অঙ্ক ছুঁয়েছে ৫ বার।
জুটির মোট রানে দুইজন যোজন যোজন এগিয়ে বাংলাদেশের আর সব জুটির চেয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর এই জুটির রান ছুঁতে চলেছে ৩ হাজার। ২ হাজার রানও নেই বাংলাদেশের অন্য কোনো জুটির।
-
আইসিসির বিশ্বকাপ একাদশে সাকিব
-
অস্ট্রেলিয়ান কোচের হাত ধরে ইংল্যান্ডের বিশ্বজয়
-
ওভারথ্রোয়ে ইংল্যান্ডকে ৬ রান দেওয়ার সিদ্ধান্ত ভুল: টাফেল
-
সতীর্থরা আস্থা রাখায় খুশি আর্চার
-
ওয়ানডে ইতিহাসের সেরা ম্যাচ?
-
আফগানিস্তান ‘এ’ দলের কাছে সিরিজ হারল ইমরুলরা
-
স্টোকসের যে ডাইভ ইংল্যান্ডকে নিল ট্রফির কাছে
-
বাউন্ডারি সংখ্যায় ট্রফির নিষ্পত্তি কতটা যৌক্তিক?
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে