নতুন উচ্চতায় সাকিব-মুশফিক জুটি

দুজনের জুটি আগে থেকেই বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সেরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি দিয়ে সাকিব আল হাসান ও মুশফিকের রহিমের জুটি বাংলাদেশের ক্রিকেটে স্পর্শ করল নতুন উচ্চতা।

ক্রীড়া প্রতিবেদক লন্ডন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2019, 01:01 PM
Updated : 2 June 2019, 07:18 PM

বিশ্বকাপে বাংলাদেশের উদ্বোধনী ম্যাচে রোববার ওভালে দুজনে গড়েছেন তৃতীয় উইকেটে ১৪২ রানের জুটি। বিশ্বকাপে যে কোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি এটি।

বিশ্বকাপে বাংলাদেশের আগের রেকর্ড জুটিতেও ছিলেন মুশফিক। সেবার তার সঙ্গী ছিলেন মাহমুদউল্লাহ। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ সেই জয়ের ম্যাচে দুজন মিলে গড়েছিলেন ১৪১ রানের জুটি।

বিশ্বকাপে বাংলাদেশের শতরানের জুটি আছে কেবল আর দুটি। সেই দুই জুটিও হয়েছে গত বিশ্বকাপেই। নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে ১৩৯ রানের জুটি গড়েছিলেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ। ক্যানবেরায় আফগানিস্তানের বিপক্ষে ১১৪ রানের জুটি গড়েছিলেন সাকিব ও মুশফিক।

এবারের জুটিতে আরেকটি জায়গাতেও এখন যৌথভাবে সবার ওপরে মুশফিক ও সাকিব জুটি। দুজনের এটি ছিল পঞ্চম শতরানের জুটি।

বাংলাদেশের হয়ে তাদের চেয়ে বেশি শতরানের জুটি নেই আর কারও।

মুশফিক ও তামিম ইকবাল মিলে একশ ছোঁয়া জুটি গড়েছেন ৫টি। তামিম ও সৌম্য সরকার জুটিও তিন অঙ্ক ছুঁয়েছে ৫ বার।

জুটির মোট রানে দুইজন যোজন যোজন এগিয়ে বাংলাদেশের আর সব জুটির চেয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর এই জুটির রান ছুঁতে চলেছে ৩ হাজার। ২ হাজার রানও নেই বাংলাদেশের অন্য কোনো জুটির।