চারে চার সাকিব

পোর্ট অব স্পেন থেকে শুরু। মিরপুর, ক্যানবেরা হয়ে এবার ওভাল। প্রতিটিতেই পঞ্চাশ ছুঁয়ে সাকিব আল হাসান গড়লেন অনন্য কীর্তি। টানা চার বিশ্বকাপে দলের প্রথম ম্যাচে ফিফটি করা একমাত্র ব্যাটসম্যান এখন বাংলাদেশের অলরাউন্ডার।

ক্রীড়া প্রতিবেদক লন্ডন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2019, 11:56 AM
Updated : 2 June 2019, 07:18 PM

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রোববার ওভালে ফিফটি করেছেন সাকিব। আগের তিন বিশ্বকাপের প্রথম ম্যাচে করা ফিফটির ধারাবাহিকতা টেনে নিলেন টানা চারে।

২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের আসর দিয়ে শুরু সাকিবের বিশ্বকাপ। পোর্ট অপ স্পেনে ভারতকে হারানো সেই অবিস্মরণীয় ম্যাচে তখনকার তরুণ সম্ভাবনাময় অলরাউন্ডার করেছিলেন ৫৩ রান।

ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপে সাকিব ছিলেন অধিনায়ক। এবারও প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভারত। তবে জয় ধরা দেয়নি সেবার। সাকিব খেলেছিলেন ৫০ বলে ৫৫ রানের ইনিংস।

২০১৫ বিশ্বকাপে বাংলাদেশর প্রথম প্রতিপক্ষ ছিল আফগানিস্তান। আগে ব্যাটিংয়ে নেমে এক পর্যায়ে বিপদে থাকা দলকে সাকিব উদ্ধার করেন মুশফিকের সঙ্গে জুটিতে। খেলেন ৫১ বলে ৬৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস।

অবিশ্বাস্যভাবে, এবারের আগে বিশ্বকাপে সেটিই ছিল সাকিবের সর্বোচ্চ স্কোর। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওভালে পেরিয়ে গেলেন নিজের আগের সেরা। নাম লেখালেন রেকর্ড বইয়েও।