উইন্ডিজকে শর্ট বলের দাওয়াই ফিরিয়ে দিতে চান কোল্টার-নাইল

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শর্ট বলে পাকিস্তানকে এলোমেলো করে দেওয়া ওয়েস্ট ইন্ডিজকে একই স্বাদ দিতে চান অস্ট্রেলিয়ান পেসার নাথান কোল্টার-নাইল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2019, 11:15 AM
Updated : 2 June 2019, 11:15 AM

নটিংহ্যামে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণের সামনে দাঁড়াতে না পেরে ১০৫ রানে অলআউট হয় পাকিস্তান। শুরু থেকেই শর্ট বলে ব্যাটসম্যানদের পরীক্ষা নেন জেসন হোল্ডার, ওশান টমাস, আন্দ্রে রাসেলরা। সাত পাকিস্তানি ব্যাটসম্যান ফেরেন শর্ট বলে।

আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় নিজেদের দ্বিতীয় ম্যাচে উইন্ডিজের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে অ্যারন ফিঞ্চের দল।

বিশ্বকাপের ব্যাটিং সহায়ক উইকেটে বাউন্সারের বিকল্প দেখছেন না কোল্টার-নাইল।

“উইন্ডিজকে আপনার বাউন্সার দিতে হবে, নইলে তারা ফ্রন্ট ফুটে এসে আপনাকে সব জায়গায় ওড়াবে।”

“আমরা অবশ্যই তাদের এটা দেব, আমরা সব দলকেই এটা (বাউন্সার) দেব। প্রতি ওভারে দুটি (বৈধ দুটি বাউন্সার) আপনার ব্যবহার করতেই হবে।”

“মাঠগুলো এত ছোট এবং উইকেটগুলো সাধারণত একদম ফ্ল্যাট, তাই যখনই পারেন আপনাকে বাউন্সার ব্যবহার করতে হবে।”