সুযোগ কাজে লাগিয়ে উজ্জ্বল হেনরি

টিম সাউদি ফিট থাকলে হয়তো খেলাই হতো না ম্যাট হেনরির। সুযোগ পেয়ে জ্বলে উঠলেন গতিময় এই পেসার। শ্রীলঙ্কার প্রথম তিন উইকেট তুলে নিয়ে ঠিক করে দিলেন ম্যাচের গতিপথ। বিশ্বকাপে নিউ জিল্যান্ডের শুভ সূচনায় রাখলেন বড় অবদান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2019, 05:01 PM
Updated : 1 June 2019, 05:01 PM

কার্ডিফে ১০ উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়েছে গত আসরের রানার্সআপরা। ২৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন হেনরি।

ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলেননি এই পেসার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরের প্রস্তুতি ম্যাচে ছিলেন ভীষণ খরুচে। ৯ ওভারে দিয়েছিলেন ১০৭ রান। সাউদির চোটে সুযোগ পেলেন শ্রীলঙ্কার বিপক্ষে। প্রথম স্পেলে দারুণ বোলিংয়ে দলকে এনে দিলেন ভালো শুরু।

প্রথম বলে হজম করেছিলেন চার। পরের বলে লাহিরু থিরিমান্নেকে ফিরিয়ে ভাঙেন উদ্বোধনী জুটি। নিজের পঞ্চম ওভারের প্রথম দুই বলে কুসল পেরেরা ও কুসল মেন্ডিসকে বিদায় করেন হেনরি। এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি শ্রীলঙ্কা।

সাউদি সেরে উঠলে হয়তো জায়গা হারাতে হবে একাদশে। তবে সুযোগ দুই হাতে কাজে লাগিয়ে হেনরি জানান দিলেন, প্রয়োজন হলে তিনিও জ্বলে উঠতে প্রস্তুত।