বাংলাদেশের বিপক্ষে আমলার খেলার সিদ্ধান্ত সকালে

ম্যাচের আগের দিন দলের অনুশীলনে নেই হাশিম আমলা। ম্যাচে কি থাকবেন? নিশ্চিত নয় সেটাও। রোববার সকালে ম্যাচের আগে অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে, বাংলাদেশের বিপক্ষে আমলা খেলবেন কিনা।

ক্রীড়া প্রতিবেদক লন্ডন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2019, 04:01 PM
Updated : 1 June 2019, 05:51 PM

বৃহস্পতিবার ওভালে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ব্যাটিংয়ের সময় চোট পেয়েছিলেন আমলা। জফরা আর্চারের প্রায় ১৪৫ কিলোমিটার গতির বাউন্সার ছোবল দেয় তার হেলমেটের গ্রিলে। কপালে আঘাত পেয়ে বাধ্য হন মাঠ ছাড়তে।

পরে অবশ্য আবার ব্যাটিংয়ে নেমেছিলেন। খুব সুবিধে করতে পারেননি। আউট হয়ে যান ১৩ রান করে।

তবে চোট যেহেতু স্পর্শকাতর জায়গায়, তাই সাবধানী পথে এগোচ্ছে দক্ষিণ আফ্রিকা। শনিবার দুপুরে দলের অনুশীলন শেষে মিডিয়া ম্যানেজার জানালেন, সতর্কতা হিসেবে এ দিন অনুশীলন থেকে বিশ্রাম দেওয়া হয়েছে আমলাকে। ম্যাচের দিন সকালে সিদ্ধান্ত নেওয়া হবে তার খেলার ব্যাপারে।

প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খুব একটা পাত্তা পায়নি দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে আমলাকে না পেলে তাদের জন্য সেটি হবে বড় এক ধাক্কা।